For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) বোলতাকে ঘরোয়া উপায়ে কীভাবে দেবেন বাজিমাত?

By Oneindia Bengali Digital Desk
|

বোলতা নিয়ে যতই মজার কাহিনী থাক না কেন আসলে এই বোলতা কিন্তু অত্যন্ত ভয়ানক একটি কীট। একবার হুল ফোঁটালে যে যন্ত্রণা সহ্য় করা মুখের কথা নয়। এছাড়াও চরম পর্যায়ের অ্য়ালার্জির সমস্যাও দেখা যায়। [(ছবি) ক্ষুদ্র পিপিলিকাই জীবনের বৃহত্তম সমস্যা? এই ৮ প্রাকৃতিক উপায়ে পিঁপড়েকে দিন কিস্তিমাৎ]

আর সেই কারণেই বাড়ি বোলতা বা ভীমরূল মুক্ত করা একান্ত আবশ্যক। বোলতা দেখতে অনেকটা মৌমাছির মতো দেখতে হলেও বোলতা চরিত্র বৈশিষ্টে মৌমাছির থেকে অনেকটাই আলাদা। [(ছবি) এই ১০ ঘরোয়া টোটকায় অক্কা পাবে আরশোলা]

বোলতা তাড়ানোর জন্য কিছু সহজ ঘরোয়া টোটকা রয়েছে। যা সহজেই আপনার বাড়ি থেকে বোলতাদের দুর করবে। [(ছবি) এই ঘরোয়া পদ্ধতিতে পোকামাকড়ের বংশ হবে ধ্বংস]

পেপার স্প্রে

পেপার স্প্রে

এক কাপ জলে ৬ টেবিলচামচ মরিচগুঁড়ো এবং ৩ টেবিলচামচ গুঁড়ো লঙ্কা মিশিয়ে কম করে ১৫ মিনিট ফুটতে দিন। এরপর এই জল স্প্রে বোতলে ভরে ভীমরুলের গায়ে স্প্রে করুন।

পেঁয়াজের রস

পেঁয়াজের রস

পেঁয়াজের রসের সঙ্গে বেশি পরিমানে নুন মেশান। এই মিশ্রণটি বোলতার বাসায় ছড়িয়ে দিন। দ্রুত কাজ করবে।

লেবু ও বেকিং সোডা

লেবু ও বেকিং সোডা

লেবুর রস ও খাবার সোডা মিশিয়ে একটি মিশিরণ তৈরি করুন। এই মিশ্রণ বোলতার বাসায় স্প্রে করে দিন। এতে বোলতা বাসার মধ্যেই মারা যাবে।

ভিনিগার, চিনি ও সোডা

ভিনিগার, চিনি ও সোডা

একটি বাটিতে ভিনিগার এবং চিনি একসঙ্গে মেশান। ভাল করে মেশান যতক্ষণ না চিনি ভিনিগারে পুরোপুরি মিশে যাচ্ছে। এবার এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে তাতে সোডা যোগ করুন। এই মিশ্রণটি বোলতার বাসায় ভাল করে ছিটিয়ে দিন।

লেবুর রস ও ভিনিগার

লেবুর রস ও ভিনিগার

লেবুর রস এবং ভিনিগার কোনওটাই বোলতার জন্য সুখকর নয়, আর যদি এই দুই উপকরণ একসঙ্গে মেলানো যায় তাহলে তো কথাই নেই।

English summary

Home Remedies To Drive Wasps Away

Home Remedies To Drive Wasps Away
X
Desktop Bottom Promotion