For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চুলের যত্নে কফি সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপায়, দেখুন কীভাবে ব্যবহার করবেন

|

কফি আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অঙ্গ। আমাদের দিন শুরু হয় এক কাপ কফি দিয়ে। তবে, কফি শুধুমাত্র আমাদের শারীরিকভাবেই সতেজ করে না, পাশাপাশি চুল ও মাথার ত্বকের জন্যও এটি অত্যন্ত উপকারি। কফিতে থাকা ক্যাফেইন চুলের যত্নে অনন্য। কফির হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে বাড়ে চুলের বৃদ্ধি, এছাড়া চুল পড়া কমাতেও সাহায্য করে।

Excellent Ways Coffee Can Help With Hair Growth

আমাদের অগোছালো জীবনযাত্রা, ধূলোবালি, দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মির সংস্পর্শ এবং অস্বাস্থ্যকর ডায়েট আমাদের চুলের উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। এই কারণে চুল ফাটা, চুল পড়া এবং চুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাই চুলের যত্নে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট ও মার্কেট পণ্য ব্যবহার করে থাকি, কিন্তু তাতেও কোনও ফল পাওয়া যায় না। এক্ষেত্রে প্রাকৃতিক বা ঘরোয়া উপাদানগুলি সবচেয়ে সেরা হিসেবে প্রমাণিত হয়েছে। আর, কফি চুলের বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপায়। তাহলে দেখে নিন চুলের যত্নে কীভাবে কফি ব্যবহার করবেন।

১) কফি দিয়ে চুল ধোওয়া

১) কফি দিয়ে চুল ধোওয়া

কফি দিয়ে চুল ধুলে তা চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায়তা করে।

উপকরণ

২ টেবিল চামচ গ্রাউন্ড কফি

১ কাপ জল

ব্যবহারের পদ্ধতি

১) কাপ কফি তৈরি করে তা ঠান্ডা হতে দিন।

২) এরপর মাথায় ভাল করে শ্যাম্পু করে মাথা মুছে ফেলুন এবং চুল থেকে অতিরিক্ত জল বের দিন।

৩) তারপর মাথার ত্বকে এবং চুলে ঠান্ডা কফিটি ঢালুন।

৪) পাঁচ মিনিট ম্যাসাজ করুন।

৫) ৩০ মিনিট চুল ঢেকে রাখুন।

৬) তারপর হালকা গরম জলের সাহায্যে ভাল করে চুল ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন।

৭) দ্রুত ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।

২) কফি, নারকেল তেল এবং দই

২) কফি, নারকেল তেল এবং দই

নারকেল তেল চুলে প্রোটিন যোগায় এবং চুলকে শক্তিশালী করতে চুলের ফলিকলগুলিকে পুষ্ট করে। দইতে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা মাথার ত্বকের জন্য খুবই উপকারি।

উপকরণ

২ টেবিল চামচ কফি পাউডার

২ টেবিল চামচ নারকেল তেল

৩ টেবিল চামচ দই

ব্যবহারের পদ্ধতি

১) একটি পাত্রে কফি পাউডার, নারকেল তেল ও দই নিয়ে ভালভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

২) এরপর হাতে পরিমাণমতো এই মিশ্রণটি নিয়ে তা মাথার ত্বকে এবং চুলে ভালভাবে লাগান।

৩) এরপর এক ঘণ্টা চুল ঢেকে রাখুন।

৪) এক ঘন্টা পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন।

৫) এই প্রতিকারটি সপ্তাহে ২-৩ বার করতে পারেন।

চুলের যত্নে ব্যবহার করুন আমলকির রস, দেখুন ব্যবহারের পদ্ধতিচুলের যত্নে ব্যবহার করুন আমলকির রস, দেখুন ব্যবহারের পদ্ধতি

৩) কফি স্ক্রাব

৩) কফি স্ক্রাব

আমাদের দেহের ত্বকের মতোই মাথার ত্বকেও স্ক্রাব করা দরকার। এটি মাথার ত্বকের স্বাস্থ্য এবং আপনার চুলের সামগ্রিক মানকে উন্নত করে।

উপকরণ

৮ টেবিল চামচ গ্রাউন্ড কফি

১ কাপ জল

ব্যবহারের পদ্ধতি

১) এক কাপ কফি তৈরি করে তা ঠান্ডা হতে দিন।

২) এরপর পরিমাণমতো হাতে নিয়ে পাঁচ মিনিট ধরে মাথার ত্বকে ভালভাবে স্ক্রাব করুন।

৩) তারপরে মাথা ধুয়ে ফেলুন এবং চুল শুকিয়ে নিন।

৪) এই প্রতিকারটি সপ্তাহে দুই বার করুন।

৪) কফি, নারকেল তেল এবং আমন্ড অয়েল

৪) কফি, নারকেল তেল এবং আমন্ড অয়েল

এই প্রতিকারটি শুষ্ক মাথার ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে। কফি, নারকেল তেল ও আমন্ড অয়েল চুলের বৃদ্ধি করে।

উপকরণ

২ টেবিল চামচ গ্রাউন্ড কফি

১ টেবিল চামচ নারকেল তেল

১ চা চামচ আমন্ড অয়েল

১ কাপ ব্ল্যাক কফি

ব্যবহারের পদ্ধতি

১) একটি বাটিতে গ্রাউন্ড কফি নিয়ে তাতে তেলগুলি ভালভাবে মেশান।

২) এটি মাথার ত্বকে লাগিয়ে ভালভাবে ম্যাসাজ করুন।

৩) ১৫ মিনিট রেখে দিন।

৪) এরপর ব্ল্যাক কফি তৈরি করে তা ঠান্ডা হতে দিন।

৫) ১৫ মিনিট পরে চুলে শ্যাম্পু করে নিন।

৬) এবার ঠান্ডা কফি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৭) আরও পাঁচ মিনিট রেখে ভাল করে চুল ধুয়ে ফেলুন। তারপর শুকিয়ে নিন।

৮) এই প্রতিকারটি সপ্তাহে ১-২ বার করুন।

English summary

Excellent Ways Coffee Can Help With Hair Growth

Here, we explore why coffee is good for your hair and all the ways you can use coffee to boost hair growth.
X
Desktop Bottom Promotion