For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হাতে মেহেন্দির রঙ ফিকে হয়ে এসেছ? রইল মেহেন্দি তোলার ঘরোয়া পদ্ধতি

|

মেহেন্দি পরতে কম-বেশি আমরা প্রত্যেকেই পছন্দ করি। বিশেষত, উৎসবে-অনুষ্ঠানে ভারতীয় মেয়েরা হাতে-পায়ে মেহেন্দি পরে থাকে। মেহেন্দি লাগানোর কিছুদিন পর্যন্ত হাত-পা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু যখনই মেহেন্দির রং ধীরে ধীরে হালকা হতে শুরু করে, তখন অদ্ভুত দেখতে লাগে। অনেক সময় এমনও হয় যে, পুরোনো মেহেন্দির রঙ হাত থেকে পুরোপুরি উঠতে না উঠতেই দ্বিতীয়বার মেহেন্দি লাগানোর সময় চলে আসে। তখন সমস্যায় পড়তে হয়। তাই, আজ আমরা আপনাকে পুরোপুরি মেহেন্দি তোলার কয়েকটি ঘরোয়া উপায় বলব। দেখে নিন সেগুলি কী কী -

Easy Ways To Get Rid Of Fading Mehendi

লেবু

লেবু

মেহেন্দি তুলতে লেবু কেটে তা দিয়ে হাত-পায়ে কিছুক্ষণ ধীরে ধীরে ম্যাসাজ করুন। লেবুতে ব্লিচিং উপাদান রয়েছে, যা মেহেন্দির রঙ দ্রুত দূর করতে সহায়তা করে।

টুথপেস্ট

টুথপেস্ট

যেখানে মেহেন্দি লেগে আছে, সেখানে টুথপেস্ট দিয়ে ঘষুন, তারপরে একটি ভেজা কাপড় দিয়ে হাত ও পা মুছে নিন। দিনে দু'বার এটি করুন।

লেবু এবং বেকিং সোডা

লেবু এবং বেকিং সোডা

বেকিং সোডা এবং লেবু সম পরিমাণ নিয়ে ভাল করে মেশান। ঘন পেস্ট তৈরি করুন এবং এটি পাঁচ মিনিটের জন্য হাত ও পায়ে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন। তবে এর পরে আপনার হাত-পা শুষ্ক লাগবে, তাই এটি প্রয়োগের পর হাতে-পায়ে ময়েশ্চারাইজার লাগান।

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে বারবার হাত-পা ধুলে মেহেন্দির রঙ দ্রুত ম্লান হয়ে যায়।

হেয়ার কন্ডিশনার

হেয়ার কন্ডিশনার

চুল সফ্ট ও সিল্কি করার পাশাপাশি কন্ডিশনার হাত থেকে মেহেন্দি দূর করতেও সহায়তা করে।

আরও পড়ুন : নখের সৌন্দর্য বাড়ানো ছাড়াও বহু ঘরোয়া কাজে লাগে নেলপলিশ, দেখুন কীভাবে ব্যবহার করবেন

English summary

Easy Ways To Get Rid Of Fading Mehendi

Worry no more because we have got some easy-peasy ways that can help you remove that fading mehendi in no time.
X
Desktop Bottom Promotion