For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কাঁধ ও ঘাড়ে ব্যথার সমস্যা দূর করুন এই উপায়ে

By Oneindia Bengali Digital Desk
|

বয়সজনিত নানা কারণে অনেকের কাঁধে ব্যথা হতে পারে। এছাড়া কমবয়সীদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। আপনার কাঁধে কী ধরনের ব্যথা হচ্ছে, তা কি সাময়িক নাকি ক্রনিক ব্যথায় কষ্ট পাচ্ছেন তা জেনে রাখা প্রয়োজন। [কী কী কারণে বুকে ব্যথা হতে পারে]

তারপরে নিজে বাড়িতে চিকিৎসা না করিয়ে পুরোপুরি ঘরোয়া টোটকায় ভরসা করা উচিত নয়। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন যদি ব্যথা সহ্যের মধ্যে থাকে। তবে তার আগে অবশ্যই কারণ খুঁজে বের করা আবশ্যক। [শরীরে এই ধরনের ব্যথা হলে কখনও এড়িয়ে যাবেন না]

পুরনো কোনও ব্যথা, স্পন্ডিলাইটিস, কাঁধের মাংসপেশিতে কোনও চাপ পড়লে অথবা ঘুমের সময়ে ঠিকভাবে না শুয়ে থাকলে এমনটা হতে পারে। যার ফলে সারাক্ষণের অস্বস্তি ও ব্যথা হয় ও কাজে মন বসানো অসম্ভব হয়ে ওঠে। [হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া টোটকা]

ল্যাপটপ বা কম্পিউটারে যারা বেশিক্ষণ কাজ করেন, তাদের এই ধরনের সমস্যা খুব স্বাভাবিকভাবেই হতে পারে। এমনকী বেশিক্ষণ মোবাইল নিয়ে ঘাঁটলেও কাঁধ, ঘাড়ের ব্যথায় আক্রান্ত হতে পারেন আপনি। এর পাশাপাশি গলব্লাডারে কোনও সমস্যা, লিভার বা হৃদপিণ্ডে কোনও গন্ডগোল হলে তার প্রভাব পড়তে পারে কাঁধ বা ঘাড়ে। কীভাবে ঘরোয়া উপায়ে এই ব্যথা কমাবেন তা জেনে নিন নিচের স্লাইড থেকে। [শরীরের নানা অঙ্গে ব্যথা কমান এই উপায়ে]

ঠান্ডা প্রলেপ

ঠান্ডা প্রলেপ

বরফের টুকরো গ্লাসে বা প্যাকেটে ভরে ব্যথা জায়গায় দিতে পারেন। এতে কিছুক্ষণের জন্য ব্য়থা বোধ অনুভূত হবে না। এভাবে আস্তে আস্তে ব্যথা কমবে।

নুন জলে স্নান

নুন জলে স্নান

গরম জলে এপসম নুন মিশিয়ে স্নান করতে পারেন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে। এবং ক্লান্ত মাংসপেশি আরাম পাবে। বাথটব থাকলে তার জলে এপসম নুন মিশিয়ে শরীর ডুবিয়ে রাখুন।

গরম প্রলেপ

গরম প্রলেপ

শুধু কাঁধ-ঘাড়ে ব্যথার জন্যই নয়, যেকোনও জায়গার ব্যথা কমাতেই এটি অব্যর্থ। হট ওয়াটার ব্য়াগে গরম জল ভরে ব্যথা জায়গায় চেপে রাখুন।

হলুদ

হলুদ

নারকেল তেলে হলুদ মিশিয়ে সেই প্রলেপ ব্যথা জায়গায় লাগান। কয়েকদিনের মধ্যেই ফল পাবেন।

আদা চা

আদা চা

আদায় এমন উপাদান রয়েছে যা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যার ফলে ব্যথা সেরে যায়। গ্রিন টি-র মধ্যে আদা ও মধু মিশিয়ে খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস উপকারে আসবে।

অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার

কাঁধ ও ঘাড়ের ব্যথা সহ শরীরের যেকোনও ব্যথা দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার বেশ উপকারী। গরম জলে ভিনেগার মিশিয়ে ক্লান্ত মাংসপেশিকে সবল করে তুলতে পারেন। এছাড়া ভিনেগার, ও মধু জলে মিশিয়ে সেটি খেলেও উপকার পাবেন।

English summary

Best Remedies For Shoulder Pain

Best Remedies For Shoulder Pain
Story first published: Monday, July 11, 2016, 15:28 [IST]
X
Desktop Bottom Promotion