For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ক্ষুদ্র পিপিলিকাই জীবনের বৃহত্তম সমস্যা? এই ৮ প্রাকৃতিক উপায়ে পিঁপড়েকে দিন কিস্তিমাৎ

|

(ছবি) ক্ষুদ্র পিপিলিকাই জীবনের বৃহত্তম সমস্যা? এই ৮ প্রাকৃতিক উপায়ে পিঁপড়েকে দিন কিস্তিমাৎ
এই সামনেই বর্ষাকাল আসছে। আর বর্ষাকালে পিঁপড়ের সমস্যাও বাড়ে। কিন্তু চিন্তান কোনও কারণ নেই। আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশ কিছু জিনিসের সাহায্যে প্রাকৃতিক উপায়েই তাড়াতে পারবেন পিঁপড়ে।

গোটা বিশ্বে প্রায় ১২,০০০ টি প্রজাতির পিঁপড়ে রয়েছে। এর মধ্যে কিছু ছোট কিছু বড়। তবে আমাদের সমস্যার কারণ মূলত ৩ প্রকারে পিঁপড়ে। লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, কাঠ পিঁপড়ে।

তবে পিঁপড়ে তাড়ানো কিন্তু মুখের কথা নয়। কোন কোন জিনিসে কাজ দেয় তা জানা না থাকলে ক্ষুদ্র পিঁপড়েই জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে।

তাহলে আসুন দেখে নেওয়া যাক পিঁপড়ে তাড়াতে কোন কোন জিনিস কার্যকরী

ভিনিগার

ভিনিগার

ঘরের যেখানে যেখানে পিঁপড়ের প্রকোপ বেশি সেখানে সেখানে ভিনিগান স্প্রে করে দিন। ভিনিগার শুকিয়ে গেলে আবার স্প্রে করুন। একই পদ্ধতি ৪-৫ বার করবেন।

সাবান জল

সাবান জল

পিঁপড়ে তাড়ানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হল সাবান জল। ঘরের যেখানে যেখানে পিঁপড়ের প্রকোপ বেশি সেখানে সেখানে সাবান জল স্প্রে করুন। পর পর কয়েকদিন একইভাবে স্প্রে করতে থাকুন। অবশ্যই উপকার পাবেন।

চক

চক

চক দিয়ে লক্ষ্মণ রেখা লক্ষ্মণ রেখা পিঁপড়ে পার করে না। বাড়ির দরজার বাইরে চকের দাগ কেটে রাখবেন। দেখবেন পিঁপড়ে সীতার মতো ভুল কখনওই করবে না।

গায়ে মাখার পাউডার

গায়ে মাখার পাউডার

গায়ে মাখার পাউডার বিশেষ করে শিশুদের গায়ে মাখার পাউডার ঘরে ছড়িয়ে দিলে দেখবেন পিঁপড়ে বাড়ির ভিতর ঢুকতে বাধা পাবে। তবে পাউডার ছড়ালে সাবধানে চলবেন । কারণ পিছলে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে প্রবল

লেবুর রস

লেবুর রস

লেবুর মধ্যে অ্যাসিড আছে। লেবুর গন্ধও পিঁপড়ে সহ্য করতে পারে না। তাই লেবুর রস ঘরের কোনে স্প্রে করে দিলে দেখবেন পিঁপড়েরা বাড়ির ভিতরে ঢুকবে না।

গুঁড়ো কফি

গুঁড়ো কফি

কফির গন্ধে একেবারেই পছন্দ নয় পিঁপড়ের। তাই কফির গন্ধ পেলেই দৌড়ে পালায় পিঁপড়ে। বাড়ির কোণে কফি গুঁড়ো রেখে দিলে তা বাড়ির ভিতরে পিঁপড়ের প্রবেশ আটকাতে সাহায্য করে।

ভুট্টার দানা

ভুট্টার দানা

পিঁপড়ে ভুট্টার দানা খেতে খুব ভালবাসে। কিন্তু হজম করতে পারে না। তাই ঘরের কোনায় ভুট্টার দানা ছড়িয়ে রাখুন। পিঁপড়েরা নিজেরাই তা টানতে টানতে বাসায় নিয়ে যাবে। কিন্তু খাওয়ার পর হজম না হওয়ায় পেট ফুলে ফেটে যায়। ফলে মারা যায় পিঁপড়ে।

নুন

নুন

নুন পিঁপড়েদের মারে না তবে নুন জল পিঁপড়েদের আক্রমণ আটকাতে সাহায্য করে। পিঁপড়ে সবসময় বাড়ির কোনার ফাটলে, কাঠের ফ্রেমের মাঝে বসতি গড়ে তোলে। এই ফাঁকে ফোঁকড়ে নুন জল ঢেলে দিন পিঁপড়ে হুড়মুড়িয়ে পালাবে।

English summary

8 Home Remedies To Get Rid Of Ants Naturally And Cheaply

8 Home Remedies To Get Rid Of Ants Naturally And Cheaply
Story first published: Thursday, May 14, 2015, 14:59 [IST]
X
Desktop Bottom Promotion