For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্বাস্থ্য ও সৌন্দর্য সম্পর্কে ৬ টি ঘরোয়া টোটকা যা সকলের জেনে রাখা প্রয়োজন

|

স্বাস্থ্য হোক বা সৌন্দর্য সবকিছুরই উন্নতির জন্য আমাদের ঘরোয়া টোটকার উপরই বেশি নির্ভরশীল হওয়া উচিত, নাকি বাজারের কেমিক্যালে ঠাসা সস্তা দামি দ্রব্যাদিতে। [মহিলাদের ৭টি 'বিউটি মিস্টেক' যা একেবারে নাপসন্দ পুরুষদের!]

কিন্তু আসল মুশকিলটা হচ্ছে, আমরা তাও বিজ্ঞাপন দেখে বা ডাক্তারের পরামর্শ নিলেই জেনে যাই কোন সমস্যায় কোন ওযুধ বা ক্রিম ব্যবহার করতে হবে। কিন্তু ঘরোয়া টোটকাতেও যে সেই সমস্যাগুলির সমাধান সম্ভব তা আমরা অনেকেই জানি না। [(ছবি) সৌন্দর্যবিষয়ক সাধারণ ৭ সমস্যা ও তার সমাধান]

তাই আজ আমরা এমন ৬টি ঘরোয়া টোটরা সম্পর্কে তথ্য দেব যা সকলের জেনে রাখা প্রয়োজন। যা খুব সোজা এবং উপযোগীও বটে। তাহলে আসুন দেখে নেওয়া যাক টোটকাগুলি কী কী। [(ভিডিও) শামুকের শ্লেষ্মায় উধাও বলিরেখা, 'স্নেইল ফেসিয়াল'-এর অপেক্ষায় ভারত]

মুখের ঘা

মুখের ঘা

মুখের ঘায়ে প্রচন্ড সমস্যা হয়। জ্বালা যন্ত্রণা তো রয়েইছে, তার উপর খাবারের স্বাদও পাওয়া যায় না। এই সময় যদি কলা ও মধু খাওয়া যায় তাহলে কিছুটা উপকার পাওয়া যায় চটজলদি। আর ভাল ফল পেতে কলা ও মধু ভাল ভাবে মেখে একটা পেস্ট তৈরি করুন। এবং এই পেস্টটি ঘায়ে লাগান।

অকালপক্ক চুল

অকালপক্ক চুল

অনেকেই আছেন যাদের অল্পবয়সেই মাথায় পাকা চুলের সমস্যা রয়েছে। তারা ঘরোয়া এই টোটকাটি ব্যবহার করতে পারেন। আমলকি জলে ফুটিয়ে নিন। এই আমলার সঙ্গে নারকেল তেল মিশিয়ে ভাল করে মাথায় লাগান।

উচ্চরক্তচাপ

উচ্চরক্তচাপ

রক্তচাপ নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। হাই ব্লাড প্রেসারের জন্য অনেকে খুব অল্প বয়স থেকে ওযুধের উপর নির্ভর হয়ে পড়েন। ওযুধ ছাড়াই শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রোজ সকালে আমলিক খান দুধ দিয়ে।

গলা ভেঙে যাওয়া

গলা ভেঙে যাওয়া

এক কাপ জলে কয়েকটা তুলসী পাতা ও কয়েকটা পুদিনা পাতা দিয়ে ভাল করে ফোটান। জল যখন ফুটে অর্ধেক হয়ে যাবে তখন সেই জলটা খেয়ে নিন। সঙ্গে সঙ্গে কিছুটা উপকার পাবেন।

ঋতুচক্রজনিত ব্যথা

ঋতুচক্রজনিত ব্যথা

মাসিক ঋতুচক্রের সময় অনেকের পেটে অসম্ভব যন্ত্রণা হয়। এই সময় যদি এক গ্লাস ঠান্ডা জলে ২-৩টি লেবুর রস মিশিয়ে যদি ওষুধের মতো খেয়ে নিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে কিছুটা উপকার পাবেন।

চোখের কোনের ডার্ক সার্কেল

চোখের কোনের ডার্ক সার্কেল

কমলালেবুর রসে ২-৪ ফোটা গ্লিসারিন মেশান। এবার এই রসটা চোখের চারিদিকে ভাল করে লাগিয়ে নিন। এই টোটকাটি আপনার চোখের ডার্ক সার্কেল হাল্কা করতে সাহায্য করবে।

English summary

6 Remedies We All Need To Know

6 Remedies We All Need To Know
Story first published: Wednesday, September 9, 2015, 15:12 [IST]
X
Desktop Bottom Promotion