For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অবিলম্বে হেঁচকি তাড়াবে এই ১০ জাদু টোটকা!

|

সময়-অসময় বলে কিছু নেই, যে কোনও সময় চলে আসতে পারে। আসলে আবার যাওয়ারও নামগন্ধ নেই। আমরা কথা বলছি বিরক্তিকর হেঁচকির। যাঁর হেঁচকি শুরু হয় তার তো অস্বস্তি বটেই, যারা আশেপাশে থাকেন তাদেরও বিরক্তি কম হয় না।[কানের ব্যথায় মুহূর্তের মধ্যে ম্যাজিক করবে এই ৬ চমৎকারী উপাদান!]

শ্বাসযন্ত্র ও মধ্যচ্ছদার মধ্যে অনৈচ্ছিক অঙ্গবিরোধের ফলে শ্বাসরন্ধ্র কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে আসে। এর ফলেই শুরু হয় হেঁচকির। [(ছবি) খাওয়াদাওয়ার পর ভুলেও এগুলি করবেন না]

বেশিরভাগ ক্ষেত্রে হেঁচকি হয় খুব ঝাল ও গরম খাবার খাওয়ার পর, আচমকা তাপমাত্রার তারতম্যে অর্থাৎ বাইরে থেকে এসি ঘরে ঢোকার পর বা এসি থেকে রোদে বেরনোর সময় প্রভৃতি। [(ছবি) দাঁতের ও মাড়ির সমস্যা মেটাবে এই ঘরোয়া টোটকাগুলি!]

হেঁচকি উঠতে শুরু করলে আমরা জল খেতে শুরু করি নয়তো মুখ দিয়ে টেনে নাক দিয়ে শ্বাস ছাড়ার চেষ্টা করি। এতে অনেকসময় কাজ হয়, অনেকসময় কাজ হয়না। [(ছবি) 'কাজ পাগল' হলে সমস্যা অনেক, জানেন কি আপনি?]

কিন্তু আমাদের সন্ধানে এমন কিছু টোটকা রয়েছে যা তৎক্ষণাৎ আপনার হেঁচকি বন্ধ করে দেবে। সেই টোটকাগুলি কি জানতে ক্লিক করুন নিচের স্লাইডগুলিতে।

মধু

মধু

এক কাপ উষ্ণ জলে ১ টেবিলচামচ মধু মিশিয়ে সেই জলটা আস্তে আস্তে চায়ের মতো খেতে থাকুন। কাপের জল শেষ হতে হতে দেখবেন হেঁচকি কমে গিয়েছে।

কোকো পাউডার

কোকো পাউডার

যদি ১ চামচ কোকো পাউডার এক ঢোকে গিলে খেতে পারেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে হেঁচকি কমে গিয়েছে।

জিভ বের করুন

জিভ বের করুন

এটি সবচেয়ে ভাল পদ্ধতি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উপকার পাবেন। যতটা সম্ভব জিভটা বের করুন। এতে মুখ থেকে স্যালাইভা ক্ষরন হতে থাকে এবং নিমেষের মধ্যে হেঁচকি কমে যায়।

মিষ্টি

মিষ্টি

আখের রস চটপট হেঁচকি সারাতে পারে। হেঁচকি উঠলে আখ চিবোতে থাকুন, দেখবেন ঝটপট হেঁচকি কমতে শুরু করবে।

টক খান

টক খান

একটা পাতিলেবুর স্লাইস চুষতে থাকুন। টক স্বাদ ভেগাস স্নায়ুকে শান্ত করে। এরফলে ঝটপট হেঁচকি কমে যায়।

পিনাট বাটার

পিনাট বাটার

পিনাট বাটার খেলে শ্বাসপ্রশ্বাসের ধরনে ব্যাঘাত ঘটে। ফলে সঙ্গে সঙ্গে হেঁচকি কমে যায়।

কষাটে গন্ধ

কষাটে গন্ধ

সাদা বা কালো ভিনিগারের গন্ধ যদি ৫-১০ সেকেন্ড শুঁকতে পারেন, তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই হেঁচকি বন্ধ হয়ে যাবে।

জিভের মালিশ

জিভের মালিশ

হেঁচকি উঠতে শুরু করলে জিভ দিয়ে তালুতে মালিশ করতে শুরু করুন। এর ফলে মধ্যচ্ছদার কম্পন কমে যায় এবং হেঁচকিও চোখের নিমেষে উধাও হয়ে যায়।

কুলি করুন

কুলি করুন

বরফ জল দিয়ে মুখে কুলি করুন। হেঁচকিতে একেবারে ম্যাজিকের মতো কাজ করে এই টোটকা।

কান বন্ধ

কান বন্ধ

হেঁচকিতে এই উপায়টি অব্যর্থ। আঙুল দিয়ে দুই কর্নগহ্বর আটকে দিন। এবার মুখ দিয়ে নিশ্বাস নিয়ে জোর দিয়ে নাক দিয়ে ছাড়ুন।

English summary

10 Home Remedies To Stop Hiccups Immediately!

10 Home Remedies To Stop Hiccups Immediately!
Story first published: Tuesday, December 1, 2015, 13:30 [IST]
X
Desktop Bottom Promotion