For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Nipah Virus: কোভিডের মাঝেই কেরলে নিপার প্রকোপ, কী এই নিপা ভাইরাস? এর উপসর্গ কী? জেনে নিন বিস্তারিত

|

করোনা মহামারীর মাঝেই চিন্তা বাড়াচ্ছে নিপা ভাইরাস। কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী এক কিশোরের। এছাড়াও, দু'জন স্বাস্থ্যকর্মীর মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ার পর সতর্কতা জারি হয়েছে কেরলে। এর আগে ২০১৮ সালে কেরলে এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৭ জন মারা গিয়েছিল।

Whats is Nipah Virus Infection? Causes, Symptoms, Treatments and Prevention

নিপা ভাইরাস কীভাবে ছড়ায়? কতটা মারাত্মক এই ভাইরাস? এর থেকে বাঁচতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে বিস্তারিত।

কীভাবে ছড়ায় নিপা ভাইরাস?

কীভাবে ছড়ায় নিপা ভাইরাস?

নিপা ভাইরাস ইনফেকশন হল এক জুনোটিক রোগ, যা প্রাণী এবং মানুষ উভয়ের ক্ষেত্রেই মারাত্মক রোগ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, সাধারণত বাদুড় বা শূকরের মাধ্যমে এই ভাইরাস মানব দেহে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত শূকর কিংবা বাদুড় (যেসব বাদুড় ফল খায়) এর সরাসরি সংস্পর্শে এলে তার থেকেই ছড়িয়ে পড়ে নিপা ভাইরাস। বলা হচ্ছে যে, এদের লালারস বা শারীরিক তরলের সংস্পর্শে আসা কোনও ফল যদি কেউ খায়, তখন নিপা ভাইরাস তার দেহে প্রবেশ করতে পারে।

সংক্রামিত বাদুড় যদি কোনও ফল খায় এবং সেই ফল যদি কেউ খায় তাহলে সে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। সংক্রমিত মানুষের সংস্পর্শে আসলে বা সংক্রমিত ব্যক্তির বডি ফ্লুইডের সংস্পর্শ থেকেও সংক্রমণ হতে পারে।

এর উপসর্গ

এর উপসর্গ

এই ভাইরাস সংক্রমণের হালকা লক্ষণগুলি হল - জ্বর, মাথা ব্যথা, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি, বমি। গুরুত্বর সংক্রমণের মধ্যে - encephalitis, কোমা, খিঁচুনি, ডিসঅরিয়েন্টেশন, ইত্যাদি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উপসর্গগুলি দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, নাহলে মৃত্যু পর্যন্তও হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভাইরাসে আক্রান্ত হওয়ার সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে লক্ষণগুলো স্পষ্ট হয়।

চিকিৎসা

চিকিৎসা

এখনও পর্যন্ত এর চিকিৎসায় কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি, কিন্তু এর উপসর্গগুলির জন্য চিকিৎসা আছে। নিপা রোগীদের সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, হাইড্রেশন অত্যন্ত জরুরি।

প্রতিরোধ

প্রতিরোধ

নিপা ভাইরাস এড়াতে, মাটিতে পড়ে থাকা ফলগুলি খাবেন না। সংক্রমিত প্রাণী বা মানুষের সরাসরি সংস্পর্শে না আসাই ভাল। সাবান-জল দিয়ে ঘন ঘন হাত, মুখ ধোওয়া উচিত। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। যেকোনও ফল খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিন। অসুস্থ প্রাণী দেখাশুনা করার সময়, গ্লাভস এবং মাস্ক ব্যবহার করুন।

English summary

Whats is Nipah Virus Infection? Causes, Symptoms, Treatments and Prevention in Bengali

Here we talking about the Whats is Nipah Virus Infection - Causes, Symptoms, Treatments and Preventions in Bengali. Read on.
X
Desktop Bottom Promotion