For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ঠোঁট দেখে জেনে নিন শরীরের ভিতরের গোলমালের খবর

|

শরীরের এক একটি অঙ্গ নানা ধরনের সঙ্কেত বহন করে। শরীরের ভিতরে কোনও গোলমাল হলে তার ইঙ্গিত কিন্তু ফুটে ওঠে আমাদের শরীরে। আমরা কেউ তা বুঝতে পারি, কেউ তা বুঝতে না পেরে এড়িয়ে গিয়ে পরবর্তীকালে বিপদ ডেকে আনি। [জেনে নিন কীভাবে পা দেখে মারণ রোগ চিনবেন]

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আমাদের চুল, ত্বক, চোখ, নখের পাশাপাশি আমাদের ঠোঁট দেখেও স্বাস্থ্য সম্পর্কে আগাম খবর পাওয়া যায়। [শরীরের এই অঙ্গগুলিকে খালি হাতে একেবারেই ছোঁবেন না]

শরীরের ভিতরে কোনও গোলমাল হয়েছে কিনা, বা কোনও রোগ শরীরে বাসা বাঁধতে চলেছে কিনা তা আমরা জেনে নিতে পারি সহজেই। এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ঠোঁট। [জেনে নিন ঘুমের মধ্যে কেন নাক ডাকেন আপনি]

নিচের স্লাইডে জেনে নিন, ঠোঁট দেখে কোন কোন শারীরিক সমস্যাকে খুব সহজেই চিহ্নিত করতে পারবেন আপনি। [চোখ দেখে বলে দেওয়া যায় মনের অনেক কিছু]

ঠোঁটে ঘা

ঠোঁটে ঘা

ঠোঁটের উপরে ছোট্ট ঘা, যা থেকে যন্ত্রণা ও রক্তপাত হচ্ছে তার পিছনে রয়েছে ভাইরাসের আক্রমণ। এটি ছোঁয়াচে ও এর থেকে বাঁচতে হলে অন্যের ব্যবহার করা লিপ বাম ব্যবহার করবেন না।

ঠোঁটের কোণায় ফাটা

ঠোঁটের কোণায় ফাটা

শরীরে ভিটামিনের অভাব ঘটলে এমন হয়ে থাকে। একইসঙ্গে কোনও ধরনের ছত্রাক ঘটিত সংক্রমণের ফলেও এমন হতে পারে। এছাড়া স্ট্রেস ও উদ্বেগ থেকেও ঠোঁটেক কোণ ফেটে যেতে পারে।

ফ্যাকাসে ঠোঁট

ফ্যাকাসে ঠোঁট

আনিমিয়া বা রক্তল্পতার সমস্যা থাকলে ঠোঁট ফ্যাকাসে হয়ে যায়। প্রচুকর পরিমাণে শাক-সবজি, ফল খেলে তা স্বাভাবিক হতে পারে।

শুকনো ঠোঁট

শুকনো ঠোঁট

যদি বেশিরভাগ সময়ই আপনি শুকনো ঠোঁটের সমস্যায় ভোগেন, তাহলে বুঝবেন লিপ বাম দিয়ে এই সমস্যার সমাধান হবে না। শরীর ডিহাইড্রেটেড হয়ে এই সমস্যা হয়েছে। ফলে পরিমাণমতো জল খেলেই এই সমস্যা দূর হবে।

বর্ণহীন ঠোঁট

বর্ণহীন ঠোঁট

অনেক কারণে আপনার ঠোঁট কালো হয়ে যেতে পারে। ধূমপান করলে বা পেটের সমস্যা থাকলে ঠোঁট বর্ণহীন হতে পারে। এক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ফোলা ঠোঁট

ফোলা ঠোঁট

শরীরের ভিতরের ত্বকে কোনও রকমের অ্যালার্জি হলে এমনটা হতে পারে। কোনও ধরনের ক্রিম বা ওষুধ বা লিপ বাম ব্যবহার করে তার পার্শ্ব প্রতিক্রিয়ায়ও এমন হতে পারে।

English summary

What Your Lips Say About Your Health

What Your Lips Say About Your Health
Story first published: Sunday, January 24, 2016, 13:35 [IST]
X
Desktop Bottom Promotion