For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) নিয়মিত মধু ও তুলসী খেলে কি উপকার পেতে পারেন, জেনে নিন

By Oneindia Bengali Digital Desk
|

তুলসী আর মধুর মিশ্রণ মিয়মিত খেলে অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সকালে খাবার খাওয়ার আগে যদি এই মিশ্রণ গ্রহণ করা যায় তাহলে আপনাকে আর রোজ রোজ ডাক্তারের কাছে ছুটতে হবে না। [(ছবি) মস্তিষ্ক সচল রাখতে এই খাবারগুলি অবশ্যই খেতে হবে]

শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলতে এই ধরনের প্রাকৃতিক উপাদান গ্রহণ করা যেতেই পারে। যেগুলি অত্যন্ত সহজলভ্য এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকারও কোনও সম্ভাবনা নেই। মধু ও তুলসীর মিশ্রণ রোজ খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে আনেকগুণ বেড়ে যেতে পারে। [(ছবি) হাইপারটেনশনের সমস্যায় এই ধরনের খাবার একেবারে মুখে তুলবেন না]

এক নজরে দেখে নেওয়া যাক মধু ও তুলসীর মিশ্রণ খেলে কি কি উপকার পাওয়া যেতে পারে [(ছবি) এই বিষাক্ত খাবারগুলি ভুল করে খেয়ে ফেলি আমরা !]

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোজ সকালে মধু আর তুলসীর মিশ্রণ খেলে শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেড়ে যায়।

কাশির উপশম

কাশির উপশম

একটানা কাশির সমস্যা সারিয়ে তুলতে মধু আর তুলসী একেবারে অনবদ্য।

সর্দি থেকে মুক্তি

সর্দি থেকে মুক্তি

এই মিশ্রণ প্রতিদিন নিয়ম করে খেতে থাকলে ঠাণ্ডা লাগা বা সর্দির সমস্যা থেক মুক্তি পাওয়া সম্ভব।

অ্যালার্জির প্রভাব কমায়

অ্যালার্জির প্রভাব কমায়

নিয়মিত মধু এবং তুলসীর নির্যাস খেলে মসৃণ ত্বকের যেমন পেতে পারেন তেমনি অ্যালার্জির সমস্যাও মিটে যাবে।

বলিরেখার প্রভাব কম করে

বলিরেখার প্রভাব কম করে

তুলসী এবং মধুর মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বলিরেখাকে বাড়তে দেয় না।

কিডনি ভাল রাখে

কিডনি ভাল রাখে

নিয়মিত তুলসী ও মধু খেলে কিডনির ভাল থাকে। কিডনিতে পাথরের সমস্যা কম করতে তুলসী ও মধু বেশ উপযোগী।

English summary

What Happens When You Eat Tulsi With Honey Every Morning?

What Happens When You Eat Tulsi With Honey Every Morning?
X
Desktop Bottom Promotion