For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) যে কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারেন আপনি

By Oneindia Bengali Digital Desk
|

রক্তচাপের সমস্যা থেকে বহু বড় বড় রোগ শরীরে বাসা বাঁধতে পারে। এর কারণে শরীরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ অঙ্গই ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শরীর ঠিক রাখতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। [উচ্চ রক্তচাপ কমাতে পারে এই খাবার]

রক্তচাপের সমস্যা রয়েছে এমন অনেক মানুষই এই বিষয়টিকে ততোটা আমল দেন না। অথচ এই সমস্যায় সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করা উচিত। [স্বাভাবিক উপায়ে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার উপায়]

হার্ট থেকে কিডনি, চোখ থেকে লিভার, এমনকী যৌন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে রক্তচাপ। ফলে এই বিষয়ে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। [হাইপারটেনশন থেকে সহজে মুক্তি দেবে এই খাবার]

হৃদপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে হৃদপিণ্ড একপ্রকার পাম্পের মতো কাজ করে। এছাড়া রক্ত শোধনের কাজও হয় হৃদযন্ত্রের মাধ্যমেই। ঠিক কি কারণে উচ্চ রক্তচাপের সমস্যা হয় তা জানতে পারলে তবেই তার সঠিক চিকিৎসা করা সম্ভব হবে। নিচের স্লাইডে দেখে নিন সেগুলি সম্পর্কে। [লো প্রেসারে ভুগছেন কিনা বুঝুন এই লক্ষণগুলি যাচাই করে]

তামাকজাত দ্রব্য সেবন

তামাকজাত দ্রব্য সেবন

বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, পান মশলা সহ সব ধরনের তামাকজাত দ্রব্য রক্তচাপ বাড়িয়ে তোলে।

কফি

কফি

কফিতে আসক্তি অ্যালকোহল বা ধূমপানের মতোই ভয়ঙ্কর হতে পারে। এতে স্ট্রেস বাড়ে ও মেটাবলিজম প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। বেশিমাত্রায় কফি খেলে হাইপারটেনশনের সমস্যা দেখা দেয়।

ক্লান্তি

ক্লান্তি

বহুদিন ধরে ক্লান্তি আপনার সঙ্গী হলে রক্তচাপ বাড়তে পারে। কারণ রক্তচাপ বাড়াতে ক্লান্তির কোনও জুড়ি নেই।

নুন

নুন

বেশিরভাগ বাজার চলতি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডেই অতিমাত্রায় নুন ব্যবহার করা হয়ে থাকে। আর নুন রক্তচাপকে বহুগুণ বাড়িয়ে দেয়।

অ্যালকোহল

অ্যালকোহল

বহু গবেষণায় অ্যালকোহল ও রক্তচাপ বৃদ্ধির মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া গিয়েছে। তাই মদ্যপান থেকে দূরে থাকাই শ্রেয়।

অলসতা

অলসতা

অলসতা আমাদের ধমনীতে প্রভাব ফেলে। যদি তা স্থিতিস্থাপকতা হারায় তাহলে শরীরে রক্তচাপ বেড়ে যায়। তাই শরীর ঠিক রাখতে নিয়মিত পরিশ্রম ও শরীরচর্চা প্রয়োজন।

খাবার

খাবার

অস্বাস্থ্যকর খাবারে বিভিন্ন ধরনের প্রিসারভেটিভ, কেমিক্যাল মেশানো থাকে যা শরীরের রক্তচাপ বাড়িয়ে তোলে।

English summary

What Causes High Blood Pressure?

What Causes High Blood Pressure?
X
Desktop Bottom Promotion