For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ওভারিতে সিস্ট হয়েছে কীভাবে বুঝবেন?

By OneIndia Bengali Digital Desk
|

একেবারে সন্তর্পনে মহিলাদের ওভারিতে সিস্টের সমস্যা তৈরি হয়। অনেক সময়ে মহিলারা এমন কোনও সমস্যা বুঝেও উঠতে পারেন না। নিয়মিত ডাক্তারি পরীক্ষা করলে তবেই এই সমস্যা ধরা পড়ে।

গর্ভধারণ করার মতো বয়স হলেই মহিলাদের সিস্টের সমস্যা হতে পারে। সাধারণত ৫০ বছর বয়স পর্যন্ত এই সমস্যা হয়ে থাকে। বর্তমান প্রজন্মের মেয়েদের শরীরে যে সমস্ত সমস্যা দেখা দেয়, তার মধ্যে অন্যতম হল ওভারিয়ান সিস্ট।

ওভারির সাহায্যেই মূলত ইস্ট্রোজেন ও প্রজোস্টেরন হরমোন নিঃসৃত হয় এবং এখানেই ডিম্বাণু তৈরি হয়। এর সাহায্যেই নারী শরীরের গঠন নির্ধারিত হয় এবং শরীরের এই অংশটিই নারীদেহে মাসিক চক্র এবং গর্ভধারণ নিয়ন্ত্রণ করে থাকে। এখানে সমস্যা থাকলে সন্তানের জন্ম দিতে গিয়ে অসুবিধায় পড়তে হয় নারীদের।

মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা না করা, অতিরিক্ত টিভি দেখা ইত্যাদি কারণে সিস্ট হতে পারে। কিন্তু সিস্ট হয়েছে তা কীভাবে বুঝবেন তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

তলপেট কামড়ানো ও ব্যথা

তলপেট কামড়ানো ও ব্যথা

ওভারিতে সিস্টের সমস্যা হলে তলপেট কামড়ানো ও ব্যথা হবে। তবে এমন হলেই যে সিস্ট হয়েছে তার কোনও মানে নেই। সমস্য়া হলে চিকিৎসকের পরামর্শ নিন।

প্রস্রাবের সমস্যা

প্রস্রাবের সমস্যা

সিস্ট হলে অনেক সময়ে প্রস্রাবের সমস্যা হয়। আবার কখনও কখনও ঘনঘন প্রস্রাব পেয়ে থাকে।

ঋতুস্রাবে সমস্যা

ঋতুস্রাবে সমস্যা

প্রতিমাসে নিয়মিত ঋতুস্রাবে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। সিস্ট হলে এই সমস্যা হয়ে থাকে।

বমি ভাব

বমি ভাব

গা গোলানো, বমি ভাব ওভারিতে সিস্টের সমস্যা হলে হয়ে থাকে। দেরি না করে এমন কিছু বুঝলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

ওজন বাড়া

ওজন বাড়া

সিস্ট হলে বাকী সমস্যাগুলির সঙ্গে খুব কম সময়ে ওজনও অনেকটা বেশি বেড়ে যায়।

বদহজম ও বুক জ্বালা

বদহজম ও বুক জ্বালা

বেশি খান বা কম, যদি সিস্টের সমস্যা থাকে, তাহলে বদহজম বা বুক জ্বালার মতো সমস্যা হবেই। পেটে চাপ পড়ার কারণেই এমন হয়ে থাকে।

কোমরে ব্যথা

কোমরে ব্যথা

যেহেতু পেটের নিচের অংশে সিস্ট হয়, ফলে সেহেতু শরীরের এই বৃত্তাকার অংশে চাপ তৈরি হয়। অনেক সময়ে কোমরের নিচের অংশ বাদে থাইয়েও ব্যথা ছড়িয়ে পড়তে পারে।

English summary

Ways To Identify Symptoms Of An Ovarian Cyst

Ways To Identify Symptoms Of An Ovarian Cyst
X
Desktop Bottom Promotion