For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্বাভাবিক উপায়ে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার উপায়

|

উচ্চ রক্তচাপ ধীরে ধীরে মানুষের স্বাভাবিক ক্ষমতাকে কমিয়ে দেয়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রক্তচাপ ওঠানামা করে। হৃদপিণ্ডের সিস্টোল ও ডায়াস্টোলের হেরফের স্বাস্থ্যের নানাবিধ সমস্যাকে পরোক্ষে ইন্ধন জোগায়।

<strong>অনিয়মিত রক্তচাপের জেরে কী কী সমস্যা হতে পারে জানেন কি?</strong>অনিয়মিত রক্তচাপের জেরে কী কী সমস্যা হতে পারে জানেন কি?

চিকিতসকেরা জানাচ্ছেন, রক্তচাপের সমস্যা একইসঙ্গে তা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনির সমস্যাকে বাড়িয়ে তোলে।

<strong>ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তা বোঝার সবচেয়ে সহজ উপায়</strong>ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তা বোঝার সবচেয়ে সহজ উপায়

ফলে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। আর সেজন্য কয়েকটি উপায়ও অবলম্বন করা আবশ্যক। একমাত্র তাহলেই তা নিয়ন্ত্রণে রাখা যাবে ও সুস্থ থাকা সম্ভব হবে।

<strong>ধূমপায়ীরা ফুসফুস পরিষ্কার করতে পারেন এই টোটকা মেনে চলে</strong>ধূমপায়ীরা ফুসফুস পরিষ্কার করতে পারেন এই টোটকা মেনে চলে

স্বাভাবিক উপায়ে কীভাবে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবেন তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

শরীরচর্চা

শরীরচর্চা

শরীরচর্চায় একেবারে ফাঁকি দেবেন না। নিয়মিত শরীরচর্চা করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হার্ট ভালো থাকে, এছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকা যায়।

নিয়ন্ত্রিত নুন খাওয়া

নিয়ন্ত্রিত নুন খাওয়া

খাবারে যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই খাওয়া ভালো। এমনকী আলাদা করে কাঁচা নুন খাওয়াও বিপজ্জনক। নুন রক্তে মিশে রক্তচাপকে বাড়িয়ে দেয়।

ধূমপান নয়

ধূমপান নয়

যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই ধূমপানে বিরত থাকুন। রক্তচাপ বাড়াতে এর জুড়ি নেই। নিকোটিন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়।

ওজন কমানো

ওজন কমানো

মোটা মানুষদের রক্তচাপের নানা সমস্যা থাকে। ফলে রক্তচাপ কমাতে হলে ওজন কমানো আবশ্যক।

অ্যালকোহলে বিরত থাকুন

অ্যালকোহলে বিরত থাকুন

ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় অ্যালকোহল। রক্তচাপকে অনেকটা বাড়িয়ে দেয় অ্যালকোহল। ফলে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে অ্যালকোহল বর্জন করুন।

স্ট্রেস ফ্রি থাকা

স্ট্রেস ফ্রি থাকা

ক্লান্তি ও অবসাদ রক্তচাপকে দ্বিগুণ করে দেয়। তাই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে স্ট্রেস মুক্ত জীবনযাপন করুন।

যোগব্যায়াম

যোগব্যায়াম

শরীরের সঙ্গে সঙ্গে মনকেও স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে যোগব্যায়াম। রক্তচাপ কমাতে হলে যোগব্যায়াম ও ধ্যান দারুণ কাজ দেয়।

English summary

Tips To Lower Blood Pressure Naturally

Tips To Lower Blood Pressure Naturally
Story first published: Sunday, October 25, 2015, 14:49 [IST]
X
Desktop Bottom Promotion