For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) শরীরের ইম্যুনিটি কম থাকলে এই খাবার মুখে তুলবেন না

By Oneindia Bengali Digital Desk
|

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখা সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। ইম্যুনিটি ঠিক না থাকলে যেকোনও ধরনের রোগ সহজেই শরীরে বাসা বাঁধতে পারে। [রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি]

এমন অবস্থায় কিছু খাবার রয়েছে যা পুষ্টিকর হলেও তা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সেগুলি খেলে আরও সমস্য়া বাড়তে পারে। [এই ৭টি কারণে রোগ বাসা বাঁধে আপনার শরীরে]

মূলত ক্লান্তি, অবসাদ, দুশ্চিন্তা, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, সঠিক খাদ্যগ্রহণ না করা ইত্যাদি নানা কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। [স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়]

এই অবস্থায় এসব জিনিস থেকে দূরে থাকা তো অবশ্যই প্রয়োজন। পাশাপাশি কিছু খাবার যা পুষ্টিকর, সেগুলি থেকেও কিছুটা দূরে থাকা প্রয়োজন। নিচের স্লাইডে সেগুলি সম্পর্কেই আলোচনা করা হল। [শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান মাত্র ৭ দিনে]

স্প্রাউট

স্প্রাউট

স্প্রাউট স্বাস্থ্যকর হলেও এই থেকে ব্য়াকটেরিয়ার সংক্রমণ হতে পারে। তাই ইম্যুনিটি কম থাকলে এগুলি না খাওয়াই ভালো।

আগে কাটা সবজি

আগে কাটা সবজি

অনেকেই এখনকারদিনে বাজার থেকে প্য়াজেটজাত কাটা সবজি কিনে আনেন। তবে এমন সবজি থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়।

কাঁচা দুধ

কাঁচা দুধ

দুধ ফুটিয়ে খান। কাঁচা দুধ খেলে তা থেকে পেটে ব্য়াকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

কাঁচা ডিম

কাঁচা ডিম

কাঁচা বা অর্ধসেদ্ধ ডিমে থাকা উপাদান শরীরের নানা ক্ষতি করতে পারে। ফলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাঁরা ডিম কাঁচা খাবেন না।

প্রসেসড মাংস

প্রসেসড মাংস

যদি আপনি দেখেন, অল্পেতেই রোগ-ভোগে ভুগছেন আপনি, তাহলে প্রসেসড মাংস বা কোনও খাবার খাওয়ার আগে কয়েকবার ভাববেন।

প্যাকেটজাত পানীয়

প্যাকেটজাত পানীয়

প্যাকেটে বিক্রি হওয়া পানীয় বা জুস আপনার শরীরকে আরও দুর্বল করতে পারে। এতে থাকা ব্য়াকটেরিয়া পেটের রোগ বাঁধানোর আগে সাবধান হোন।

English summary

Foods Not To Eat When Immunity Is Low

Foods Not To Eat When Immunity Is Low
Story first published: Friday, March 11, 2016, 11:16 [IST]
X
Desktop Bottom Promotion