For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন নেতিবাচক আবেগের ইতিবাচক দিক

By Oneindia Staff Writer
|

আবেগের কোনও ভাষা হয় না। তার মধ্যে কিছু থাকে ইতিবাচক আবার কিছু থাকে নেতিবাচক। সমাজে বাস করতে গেলে সবকিছুর সঙ্গে মানিয়ে-গুছিয়ে নিতে হয়। সবকিছু আমাদের পছন্দমতো হবে বা হবে না, এমনটাই স্বাভাবিক। [পুরুষদের সম্পর্কে কয়েকটি তথ্য, যা শুনলে চোখ কপালে উঠবে]

তবে এমন নানা ঘটনাই আমাদের মধ্যে নেতিবাচক বা ইতিবাচক আবেগের জন্ম দেয়। কখনও আনন্দে আমরা চেঁচিয়ে উঠি। আবার কখনও দুঃখে কেঁদে ফেলি। আবার কখনও কোনও ঘটনা পছন্দ না হলে রেগে কাঁই হয়ে যাই। [দেখে নিন কোন খাবারগুলি বিবাহিত জীবনে ভালোবাসা বাড়ানোর অনুঘটক]

নিচের স্লাইডে দেখে নিন, আমাদের কোন কোন নেতিবাচক আবেগের কী কী ইতিবাচক দিক রয়েছে। [যে যে স্বাস্থ্যকর অভ্যাস আসলে অস্বাস্থ্যকর]

রাগ

রাগ

রেগে যাওয়াকে আমরা নেতিবাচক আবেগ হিসাবেই ধরি। আর রাগ হলে তা মনে চেপে রাখা সবসময়ই খারাপ। রাগ হলে তা প্রকাশ কর দেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই কারও উপরে নয়। রাগকে নিয়ন্ত্রণ করাও একটি আয়ত্ত করার মতো বিষয়।

মন খারাপ হওয়া

মন খারাপ হওয়া

অনেক সময়ে কারণে-অকারণে আমাদের মন খারাপ থাকে। কিছুটা ঝিমিয়ে থাকি আমরা। নেতিবাচক এই মানসিকতা বা আবেগ কখনও কখনও প্রয়োজন। নাহলে প্রচণ্ড খুশির মুহূর্তগুলিকে আলাদা করে চেনা যায় না।

কান্নাকাটি করা

কান্নাকাটি করা

নানা দুঃখের মুহূর্তে আমাদের আবেগ বাঁধ ভাঙলে কেঁদে ফেলি আমরা। সেটাকে নেতিবাচক আবেগ হিসাবেই ভেবে থাকি আমরা। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, কান্না পেলে তা চেপে না রেখে কেঁদে ফেলা উচিত। কারণ তাহলে মন অনেক হালকা হয়ে যায়।

একাকিত্ব

একাকিত্ব

একা থাকতে অনেকেই পছন্দ করেন না। কেউ একাকী হয়ে পড়লে সেটার মধ্য়ে নেতিবাচক আবেগের আমদানি করেন। তবে মন বিশেষজ্ঞরা জানিয়েছেন, কখনও কখনও একা থাকা আপনাকে গণ্ডীর বাইরে গিয়ে ভাবতে সাহায্য করে এবং মানসিকভাবে আপনাকে শক্তিশালী করে।

অবাস্তব চিন্তা-ভাবনা

অবাস্তব চিন্তা-ভাবনা

কখনও কখনও যুক্তিকে একপাশে সরিয়ে রেখে নানা খেয়ালের সাগরে ডুব দিই আমরা। কিছু মানুষের মতে, নেতিবাচক মানসিকতার পাল্লা ভারী হলে এমন উদ্ভট চিন্তা মাথায় নাড়া দেয়। তবে মাঝে মাঝে নিজের অনুভূতিলব্ধ অনুমানে ভরসা করা সুফল দেয়।

মনের বিষণ্ণতা

মনের বিষণ্ণতা

মনের বিষণ্ণতার প্রভাব শরীরের উপরেও পড়ে তাতে সন্দেহ নেই। তবে মন খারাপের কারণ থেকে শিক্ষা নেওয়ার মধ্যেই একরকমের ইতিবাচকতা রয়েছে যা কখনওই এড়ানো যায় না। যাই হোক তা মিটিয়ে ফেলে এগিয়ে যাওয়ার নামই জীবন।

পরনিন্দা-পরচর্চা

পরনিন্দা-পরচর্চা

পরচর্চায় মেতে ওঠাকে অনেকেই বাঁকা চোখে দেখেন। তবে জানেন কি, অন্যের সমালোচনা করার পর মন অনেকটা সতেজ হয়ে ওঠে। কারণ এই সময়ে অন্য়ের উপরে হওয়া রাগ আপনি কথার মধ্য দিয়ে বের করে দিচ্ছেন। তবে পরনিন্দায় মেতে ওঠা অবশ্যই খারাপ কাজ।

English summary

The Positive Side Of Negative Emotions

The Positive Side Of Negative Emotions
X
Desktop Bottom Promotion