For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) 'ডাউন সিনড্রোম' এর লক্ষণগুলি কেমন হয়?

By Oneindia Bengali Digital Desk
|

ডাউন সিনড্রোমের লক্ষণ কেমন হয় তা জানার আগে সবচেয়ে আগে জানতে হবে এটি কি সেই সম্পর্কে? তাহলেই এর সঙ্গে লড়ার বা এই রোগের চিকিৎসা করার সঠিক উপায় বের করা সম্ভব হবে। [COPD রোগের পূর্ব লক্ষণ]

আসলে ডাউন সিনড্রোম হল একধরনের জেনেটিক ডিসঅর্ডার। শারীরিক বৃদ্ধির সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে। এছাড়া বুদ্ধিমত্তার বিকাশও এর ফলে বাধাপ্রাপ্ত হয়। ক্রোমোজোমের অস্বাভাবিকতার ফলে এই সিনড্রোম দেখা যায়। [শরীরের এই জায়গাগুলিতেও ক্যানসার হতে পারে]

সাধারণত হাজার জনে একজন এই ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়। এতে আক্রান্ত প্রাপ্ত বয়স্কদের আইকিউ-এর মাত্রা ৫০ এর কাছাকাছি হয় যা একটি ৮-৯ বছরের বাচ্চার বুদ্ধিমত্তার সমান। আবার ব্যক্তিবিশেষে তার হেরফের হয়ে থাকে। [নেচারোথেরাপির সাহায্যে ডায়বেটিস তাড়ান]

বিশেষজ্ঞদের মতে, ডাউন সিনড্রোমের কোনও চিকিৎসা নেই। এতে আক্রান্তদের শিক্ষিত করে তোলা ও যত্ন নেওয়ার মাধ্যমে সুস্থ রাখার ব্যবস্থা করা যেতে পারে। নিচের স্লাইডে এর লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করা হল। [মধ্য তিরিশে হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এগুলি]

শারীরিক লক্ষণ

শারীরিক লক্ষণ

এতে আক্রান্তদের জিভ লম্বা হয়, মুখমন্ডল ছোট হয়, থুতনি সেভাবে বোঝা যায় না, গলা ছোট হয়। হাটাচলা ও মাংসপেশীর গঠন সঠিক হয় না।

নিউরোলজিক্যাল লক্ষণ

নিউরোলজিক্যাল লক্ষণ

আইকিউ বা বুদ্ধিমত্তা অনেক কম হয়। ৩০ বছর বয়স পার করে গেলে সমস্যা আরও বাড়ে। অনেক ক্ষেত্রে আক্রান্তরা কথা বলার শক্তি হারিয়ে ফেলেন।

শোনার অসুবিধা

শোনার অসুবিধা

বেশির ভাগ আক্রান্তই দৃষ্টিশক্তির অসুবিধার পাশাপাশি কানো শোনার ক্ষেত্রেও অসুবিধার মধ্যে পড়েন।

হার্টের সমস্যা

হার্টের সমস্যা

ডাউন সিনড্রোমে আক্রান্তরা হার্টের সমস্যায় ভোগেন। কিছু ক্ষেত্রে আক্রান্তদের অল্পবয়সেই হৃদরোগের সমস্যা হয়। আর কিছুক্ষেত্রে বয়স বাড়লে হার্টের সমস্যা গুরুতর হয়ে ওঠে।

ক্যানসার

ক্যানসার

ডাউন সিনড্রোমে আক্রান্তদের ক্ষেত্রে কয়েক ধরনের ক্যানসার যেমন টেস্টিকুলার ক্যানসার ও লিউকোমিয়ায় আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি হয়।

দাঁতের সমস্যা

দাঁতের সমস্যা

এইসব রোগীদের ক্ষেত্রে দাঁতের সমস্যা বেশ হয়। যেমন দাঁতে সংক্রমণ বা দাঁত পড়ে যাওয়া ইত্যাদি।

হজমের সমস্যা

হজমের সমস্যা

এই রোগে আক্রান্তরা কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, হজমের সমস্যা ইত্যাদিতে ভোগেন।

English summary

Symptoms Of Down Syndrome

Symptoms Of Down Syndrome
Story first published: Monday, March 21, 2016, 14:14 [IST]
X
Desktop Bottom Promotion