For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জানুন দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস' সম্পর্কে

|

শত কোটি ভারতবাসীর দেশে খেয়ে-পরে বেঁচে থাকাই যেখানে দায়, সেখানে চিকিৎসা পরিষেবাকে সবার কাছে পৌঁছে দেওয়া এক মস্ত চ্যালেঞ্জ তাতে সন্দেহ নেই। [১২ বিস্ময় নারী, যাঁরা বাস করেন এই পৃথিবীতেই!]

এত বেশি জনসংখ্যার কারণে দেশে হাজারে হাজারে এমন সব মেডিক্যাল কেস এসে উদ্ভুত হয়, যেগুলির কোনও ব্যাখ্যা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। [জানুন বিশ্বের সবচেয়ে অদ্ভুত সব রেস্তরাঁ সম্পর্কে]

বলা হয়, সারা বিশ্বে প্রতি ৬০ জনে ১ জন মানুষ অদ্ভুত রোগে ভোগেন। নিচের স্লাইডে ভারতের এমন কয়েকটি রোগ ও তাতে ভুগতে থাকা মানুষের সম্পর্কে তথ্য দেওয়া হল। এই মানুষগুলি সম্পর্কে ও তাদের রোগ সম্পর্কে জেনে নিন। [বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল রাস্তাগুলির একঝলক]

মহম্মদ কালিম

মহম্মদ কালিম

ঝাড়খণ্ডের এই বালকের হাত অদ্ভুতভাবে বেড়ে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে 'লোকালাইজড জায়ান্টিজম'। এর ফলে শরীরের অন্য অঙ্গের তুলনায় মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে হাতের তালু, আঙুল।

লক্ষ্মী তাতমা

লক্ষ্মী তাতমা

বিহারের এই শিশুটিকে দেবী লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। দুটি শিশু একসঙ্গে হয়ে লক্ষ্মীর জন্ম হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে 'ইসকিওপাগস কনজয়েন্ড টুইনস কন্ডিশন'।

জ্যোতি আমগে

জ্যোতি আমগে

মাত্র ২৪.৭ ইঞ্চি। নিজের উচ্চতার জন্য ইতিমধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন জ্যোতি। তিনি যে রোগে ভুগছেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলে 'অ্যাকোনড্রোপ্লাসিয়া'।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানে অনেক মানুষ এই অদ্ভুত রোগে ভোগেন। নোংরা জলে কাজ করা মানুষদের এক ধরনের ফোসকা হয়। পরে সেখান থেকে সুতো কৃমির মতো কৃমি বেরতে থাকে। তারপরে গিয়ে সেই রোগ ভালো হয়।

টুইঙ্কল দ্বিবেদী

টুইঙ্কল দ্বিবেদী

টুইঙ্কল যে রোগে ভোগেন তার নাম 'হেমোল্যাকরিয়া'। যখনই টুইঙ্কল কাঁদে, তার চোখ দিয়ে জল গড়ানোর বদলে রক্ত বেরতে থাকে।

রিঙ্কু দেবী

রিঙ্কু দেবী

রিঙ্কুদেবীর দুটি গর্ভ। ২০১১ সালে দুটি সন্তানের জন্ম দেন তিনি। দুটি শিশুই আলাদা আলাদা গর্ভ থেকে জন্ম নিয়েছে।

সঞ্জু ভগত

সঞ্জু ভগত

যদি ছেলেরা গর্ভবতী হয় তাহলে কি হবে? কিছুটা এমনই হয়েছে সঞ্জু ভগতের ক্ষেত্রে। তাঁর যখন ৩৬ বছর বয়স, তখন ধরা পড়ে সঞ্জুর গর্ভে সন্তান রয়েছে। পরীক্ষার পরে জানা যায়, জন্মের সময় তার যজম ভাইকে গর্ভে নিয়েই পৃথিবীতে আসেন তিনি।

বিহার

বিহার

৮০ লক্ষ মানুষের মধ্য়ে ১ জন মানুষ এই রোগে আক্রান্ত হন যার নাম 'প্রোগেরিয়া'। এতে আক্রান্ত ব্যক্তিদের দেখতে নিজের বয়সের আটগুণ বেশি হয়।

সাইক্লোপিয়া

সাইক্লোপিয়া

এই শিশুটির একটিই চোখ ও কোনও নাক নেই। কোনও ক্যানসার রোধক ওষুধের প্রতিক্রিয়াতেই এমন হয়েছে বলে জানা গিয়েছে।

English summary

Strange Medical Cases Reported In India

Strange Medical Cases Reported In India
Story first published: Friday, August 14, 2015, 11:11 [IST]
X
Desktop Bottom Promotion