For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ওপরের ঠোঁটের লোম দূর করার ছয়টি ঘরোয়া প্রতিকার

By Tulika Ghoshal
|

ওপরের ঠোঁটের লোম সত্যিই বিরক্তিকর চেহারা নেয় যখন আপনি আপনার ঠোঁটে একটু লিপস্টিক লাগান| সুন্দর মুখে এই লোম আপনাকে পুরুষালি অনুভূতি দেয় যা খুবই বিব্রতকর|আপনি যদি কোন ব্যথা ছাড়া প্রাকৃতিকভাবে ওপরের ঠোঁটের লোম দূর করতে চান, তাহলে এখানে দেওয়া কিছু ঘরোয়া প্রতিকার চেষ্টা করে দেখতে পারেন|

ওপরের ঠোঁটের লোম দূর করা যেতে পারে যদি এই ঘরোয়া প্রতিকারগুলো নিষ্ঠার সাথে মেনে চলা হয়| যদিও অনেকে, লোম দূর করার প্রক্রিয়া থেকে বিরত থাকেন, বোল্ডস্কাই আপনাকে আশ্বাস দেয় যে এই ওপরের ঠোঁটের লোম দূর করার পদ্ধতিগুলি নিরাপদ, এমনকি সংবেদনশীল ত্বকেও|

আপনার অবগতির জন্য: যদি আপনি আপনার ত্বকের ধরণ সম্বন্ধে জেনে থাকেন তাহলেও এই লোম দূর করার প্রতিকার চেষ্টা করার আগে প্যাচ টেস্ট করা আবশ্যক|

প্যাচ টেস্ট করার জন্য, আপনি আপনার কান বা হাতের ভেতরের দিকে ঘরোয়া প্রতিকার প্রয়োগ করুন|আপনার ত্বক যদি লাল হয় বা সামান্য চুলকোয়, তাহলে লোম দূর করার এই প্রতিকার স্বাভাবিকভাবেই আপনার জন্য কাজ করবে না| উপরের ঠোঁটের লোম দূর করার জন্য কিছু ঘরোয়া প্রতিকার জেনে নিন|

ওপরের ঠোঁটের লোম দূর করার টিপ্স

দইয়ের মিশ্রণ
একটি বাটিতে দই, বেসন আর হলুদ ভাল করে ফেটিয়ে ঘন পেস্ট তৈরী করুন| এরপর, আপনার উপরের ঠোঁটের উপর লাগান এবং 15-20 মিনিট অপেক্ষা করুন| আলতো করে শুকনো পেস্ট মুছে ফেলুন এবং একটু গরম জল দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন|এটি একধরণের উপায় স্বাভাবিকভাবে ওপরের ঠোঁটের লোম দূর করার|

মিষ্টি চিনি
লেবুর রস এবং চিনি একটি গরম প্যানে বসান|এক মিনিট ধরে নাড়তে থাকুন আর তারপর ঠান্ডা হতে দিন| মিশ্রণটি ঠান্ডা হলে একটি সুতির কাপড়ের সাহায্যে ওপরের ঠোঁটে প্রয়োগ করুন| লোম দূর করতে একটি বৃত্তাকার গতিতে ওপরের ঠোঁটে কাপড়টি ঘষতে থাকুন|

নরম ময়দা
ওপরের ঠোঁটের লোম দূর করার সবচেয়ে ভালো উপায় হল হলুদ|এক চিমটি হলুদ এবং ময়দা সামান্য ঠাণ্ডা দুধে মিশিয়ে নিন| মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন যাতে ঘন পেস্ট হয়|এরপর পেস্টে কিছু ক্রিম যোগ করুন| ওপরের ঠোঁটে এই মিশ্রণটি লাগান এবং আধ ঘন্টা রেখে দিন|একবার শুষ্ক হয়ে গেলে, উর্ধ্বগামী পদ্ধতিতে মিশ্রণটি আস্তে আস্তে তুলে ফেলুন সাথে লোমগুলিও|

দুধ
এক গ্লাস দুধে সামান্য হলুদ যোগ করুন এবং একটি মসৃণ তৈরি করুন|ওপরের ঠোঁটের জায়গায় লাগান এবং শুকোতে দিন|সম্পূর্ণ শুষ্ক হলে, উর্ধ্বগামী পদ্ধতিতে মিশ্রণটি আস্তে আস্তে তুলে ফেলুন|

ডিমের নরম সাদা অংশ
স্বাভাবিকভাবে আপনার ওপরের ঠোঁটের লোম দূর করতে এই উপায়টি অনুসরণ করুন| এক টেবিল চামচ ময়দা এবং চিনি ডিমের সাদা অংশের সাথে যোগ করে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত একটা চটচটে পেস্ট হয়| উপরের ঠোঁটের উপর লাগান| 30 মিনিট শুকিয়ে নেওয়ার পর একটি আকস্মিক উর্ধ্বগামী টানে খোসার মত তুলে ফেলুন|

লেবুর রস
দুটো লেবুর থেকে রস নিংড়ে নিন| কিছুটা জল ও চিনি এই রসে যোগ করুন| ভালো করে নাড়ুন এবং একটা পাতলা পেস্ট তৈরী করুন|একবার পেস্ট তৈরী হলে, ওপরের ঠোঁটে লাগান এবং শুস্ক হওয়ার জন্য কিছুক্ষন রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন|

English summary

ওপরের ঠোঁটের লোম দূর করার টিপ্স | ওপরের ঠোঁটের লোম দূর | মুখের লোম দূর করার ঘরোয়া প্রতিকার

Upper lip hair can look really disgusting once you apply a little lipstick on your lips. The hair stands out and makes you feel and look more like a man but with a pretty face. If you want to remove upper lip hair naturally without any pain, then here are some of the home remedies to try out.
Story first published: Saturday, December 3, 2016, 12:09 [IST]
X
Desktop Bottom Promotion