For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মধু খাওয়া ভালো, তবে বেশি মধু খেলেই বিপদ! দেখুন কী কী সমস্যা হতে পারে

|

মধুর উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত। এটি চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ রয়েছে। কিন্তু যে কোনও জিনিসই অতিরিক্ত ভাল নয়। ঠিক তেমনই অত্যধিক মধু খেলে স্বাস্থ্যের উপকারের পরিবর্তে অপকার বেশি হতে পারে।

Side Effects of Having Excess Honey

মধুতে বিভিন্ন ঔষধি গুণ রয়েছে, যে কারণে এটি নিরাপদ বলে মনে করা হয়, তবে অতিরিক্ত মধু সেবনের কারণে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে।

ব্লাড সুগার লেভেল

ব্লাড সুগার লেভেল

চিনির বিকল্প হিসেবে মধু নিঃসন্দেহে খুবই স্বাস্থ্যকর, কিন্তু তার মানে এটা বোঝায় না যে মধু একেবারেই চিনিমুক্ত। এই প্রাকৃতিক মিষ্টিতে কার্বোহাইড্রেট থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে সক্ষম। তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণ মধু খাওয়া ভাল এবং মধু ব্যবহারের আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত।

পেটে ব্যথা

পেটে ব্যথা

প্রতিদিন অত্যধিক মধু খেলে পেটে ব্যথাও হতে পারে। তাই যাঁরা প্রতিদিন মধু খান, তাঁরা পরিমাণটা সীমিত রাখুন।

কোষ্ঠকাঠিন্য

কোষ্ঠকাঠিন্য

অত্যধিক মধু খাওয়ার আরেকটি প্রতিকূল প্রভাব হল কোষ্ঠকাঠিন্য। প্রতিদিন সর্বোচ্চ ১০ চা চামচ মধু খেতে পারেন। এর থেকে বেশি হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

ওজন বৃদ্ধি

ওজন বৃদ্ধি

ওজন কমানোর ক্ষেত্রে চিনির পরিবর্তে মধুই সকলের প্রথম পছন্দ। ওজন কমাতে গরম জল বা লেবুর রসের সঙ্গে মধু খাওয়া উচিত। অতিরিক্ত মধু খেলে অথবা জল ও লেবুর রসের সঙ্গে না মিশিয়ে খেলে ওজন কমার বদলে বাড়তে পারে।

দাঁতের জন্য ক্ষতিকর

দাঁতের জন্য ক্ষতিকর

অত্যধিক মধু খাওয়া দাঁতের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। এতে দাঁতের এনামেল ক্ষয় হয় এবং দুর্বল করে তোলে। দাঁত বিবর্ণ হয়ে যায়। মধু সামান্য অ্যাসিডিক, যা দাঁতে ক্যাভিটি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। তাছাড়া, মধু আঠালো প্রকৃতির। এটি দাঁতে লেগে থাকতে পারে এবং দাঁতের ক্ষয় হতে পারে।

রক্তচাপ

রক্তচাপ

মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু মধুর অত্যধিক সেবন হাইপোটেনশনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে দেওয়া সমস্ত তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। কোনও কিছু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

English summary

Side Effects of Having Excess Honey

Here we are talking about the some things that can happen when you eat too much honey. Read on.
X
Desktop Bottom Promotion