For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) দাঁতের ব্যথা সমাধানের সেরা উপায়

By Oneindia Bengali Digital Desk
|

সুন্দর ঝকঝকে ফরসা দাঁত পেতে কে না চায়। তবে সকলের সেই চাহিদা পূরণ হয় না। অনেকেই দাঁত নিয়ে ভীষণমাত্রায় উদাসীন থাকেন। দাঁত থাকতে অনেকেই দাঁতের মর্ম বুঝতে পারেন না। [দাঁতের সবচেয়ে বেশি ক্ষয় হয় এই খাবারে]

ফলে দাঁতের মধ্য দিয়ে মুখের ভিতরে অনেক অসুখই ঘাঁটি গেড়ে বসে। দাঁতের নানা সমস্যায় বহু মানুষ ভোগেন। বিশেষ করে দাঁতের ব্যথা হলে তা অনেক সময়ে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। [মুখের ভিতরকে ফ্রেশ রাখুন এই ঘরোয়া উপায়ে]

অনেকে ভালোভাবে দাঁত মাজেন না, অনেকে আবার সঠিক নিয়মই জানেন না দাঁত মাজার। ফলে নোংরা জমে দাঁত খারাপ হয়ে যায়। এছাড়া ব্যাকটেরিয়ার আক্রমণ ও আরও নানা কারণে দাঁত ব্যথার সমস্যা হয়। [মুখের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ উপায়]

তবে একটু সতর্ক হলেই দাঁতের সকল সমস্যার সমাধান হয়ে যায়। যার জন্য সর্বাগ্রে চাই প্রয়োজন ব্যক্তি সচেতনতা। একমাত্র তাহলেই দাঁতকে সুন্দর ও সুস্থ রাখা সম্ভব। নিচের স্লাইডে দেখে নিন, কীভাবে দাঁতের ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। [এই কয়েকটি টোটকায় হলদে দাঁত হবে ঝকঝকে সাদা]

পুদিনা পাতা

পুদিনা পাতা

দাঁতের ব্যথা কমাতে পুদিনা পাতার রস ভীষণ উপকারী। পুদিনার তেলও ব্যবহার করতে পারেন। দাঁত ব্যথা হলেই কয়েকটি পুদিনা পাতার রস মুখে পুরে চিবিয়ে নিন। যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে যেন রস পৌঁছায়। এভাবে কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।

লবঙ্গ

লবঙ্গ

দাঁতের সমস্যা সমাধানে লবঙ্গের ব্যবহার বহুদিন ধরেই চলে আসছে। দাঁত ব্যথা কমাতে এর জুড়ি মেলা ভার। এটি মুখে পুরে বা এর তেল ব্যবহার করতে দেখতে পারেন।

বাধাকপি

বাধাকপি

দাঁতের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে বাধাকপি। বাধাকপির পাতা ব্যথা হওয়া মাড়ি ও দাঁতের উপরে রেখে দিন। ফল পাবেন।

আদা

আদা

দাঁতে ব্যথা হলে একটুকরো আদা নিয়ে মুখে পুরে নিন। আক্রান্ত জায়গায় কয়েকফোঁটা আদার রস দিতে পারেন।

স্পিলান্থেস

স্পিলান্থেস

ভারতে অনেকে এর নাম শোনেননি। তবে দাঁত ব্য়থা কমানোয় এটি অত্যন্ত উপকারী। মাড়ি ও দাঁতের সমস্যায় এটি দারুণ কাজ দেয়।

English summary

Secret Herbs For Tooth Pain Relief

Secret Herbs For Tooth Pain Relief
Story first published: Monday, March 28, 2016, 14:08 [IST]
X
Desktop Bottom Promotion