For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Omicron Variant : উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন, বিপদ থেকে বাঁচতে মেনে চলুন এই নিয়মগুলি

|

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'। ইতিমধ্যেই ভারতেও এই ভ্যারিয়েন্টের বেশ কয়েকটি ঘটনা ধরা পড়েছে। যদিও এখনও পর্যন্ত কোভিডের এই নতুন রূপটি সম্পর্কে খুব বেশি তথ্য পাননি গবেষকরা, তবে WHO এটিকে 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন' বলে আখ্যা দিয়েছে। এই ভ্যারিয়েন্টে বেশ কিছু মিউটেশন রয়েছে এবং দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতার কারণেই এটিকে বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের মতো নতুন রূপগুলিই মনে করিয়ে দিচ্ছে যে কোভিড মহামারী এখনও শেষ হয়ে যায়নি। তাই মানুষকে খুব সতর্ক থাকতে হবে। ভ্যাকসিন নেওয়া, শারীরিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, নিয়মিত হাত ধোওয়া এবং ঘরের ভেতরে ভালভাবে বায়ু চলাচলের ব্যবস্থা করা উচিত। UNICEF অনুসারে, প্রদত্ত নির্দেশিকাগুলি অনুসরণ করতে ভুলবেন না -

Omicron variant

১) আপনার নাক এবং মুখ ভালভাবে ঢেকে থাকবে এমন একটি মাস্ক পরুন। যখন মাস্ক পরবেন এবং খুলবেন তখন যাতে হাত পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখুন।

২) সোশ্যাল ডিসট্যান্স মেনে চলুন। অন্যদের থেকে কমপক্ষে এক মিটারের শারীরিক দূরত্ব বজায় রাখুন।

৩) যেসব জায়গায় বায়ু চলাচল খুব কম হয় এবং খুব ভিড় বা জনবহুল জায়গায় না যাওয়াই ভাল। একটু ফাঁকা জায়গায় থাকার চেষ্টা করুন।

৪) ঘরের ভিতরে যাতে ঠিকভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারে তার জন্য জানালা-দরজা খুলে রাখুন।

৫) ঘন ঘন হ্যান্ডওয়াশ ও জল দিয়ে হাত ধুতে থাকুন। এছাড়া, বাইরে বেরোলে অবশ্যই স্যানিটাইজার সাথে রাখুন।

৬) যেখানে সেখানে হাত দেবেন না। বাইরে থেকে ঘরে ফিরে জামাকাপড় ধুয়ে ফেলুন এবং স্নান করে নিন।

৭) সময়মতো করোনার টিকা নিন। WHO-অনুমোদিত COVID-19 ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট 'ওমিক্রন', জেনে নিন বিস্তারিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাথমিক প্রমাণ থেকে বোঝা যায় যে যাদের আগে কোভিড হয়েছিল তারাও পুনরায় খুব সহজেই ওমিক্রন দ্বারা সংক্রমিত হতে পারে। তবে Omicron ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনও সীমিত তথ্যই উপলব্ধ রয়েছে।

English summary

Omicron variant reaches India : Precautions you should take to stay protected

Omicron variant reaches India: Check out the tips you must follow to prevent its spread. Read on.
Story first published: Tuesday, December 7, 2021, 18:53 [IST]
X
Desktop Bottom Promotion