For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) মুখের ভিতরকে ফ্রেশ রাখুন এই ঘরোয়া উপায়ে

By Oneindia Bengali Digital Desk
|

মুখের ভিতরকে কীভাবে পরিষ্কার রাখতে হবে সেই সম্পর্কে আমাদের অধিকাংশেরই বিশেষ ধারণা নেই। এমনকী কি করলে মুখের ভিতরের অংশ ফ্রেশ থাকবে সেটাও অনেকেই জানেন না। [মুখের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ উপায়]

মুখের ভিতরের স্বাস্থ্য ঠিক করতে প্রথমত প্রতিদিন নিয়ম করে দু'বেলা দাঁত মাজা প্রয়োজন। শুধু দাঁত পরিষ্কার নয়, মাড়ি, জিভ সহ সব জায়গারই যত্ন নেওয়া প্রয়োজন। [দাঁত ভালো রাখতে গেলে এই ভুলগুলি করা চলবে না]

এতে মুখের ভিতরটি তরতাজা তাকবে, মুখে দুর্গন্ধ হবে না এবং সার্বিক স্বাস্থ্য ভালো থাকবে। একইসঙ্গে নানা ধরনের রোগের হাত থেকে আমরা বাঁচতে পারব। [এই কয়েকটি টোটকায় হলদে দাঁত হবে ঝকঝকে সাদা]

তবে দাঁত মাজা ও মুখ ধোওয়া ছাড়াও আরও কয়েকটি জিনিস রয়েছে যা মেনে চললে মুখের ভিতরের তরতাজা ভাবকে বজায় রাখতে পারবেন সহজেই। নিচের স্লাইডে দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে মুখের ভিতরের অংশ ফ্রেশ রাখবেন। [দাঁতের ও মাড়ির সমস্যা মেটাবে এই ঘরোয়া টোটকাগুলি!]

এলাচ

এলাচ

খাওয়ার পরে একটি এলাচ মুখে পুরে নিন। কিছুক্ষণ চিবিয়ে ফেলে দিন। মুখের দুর্গন্ধ দূর করতে এটি দারুণ কাজ দেয়।

লবঙ্গ

লবঙ্গ

লবঙ্গ খাবারে যেমন স্বাদ ও গন্ধ যোগ করে, তেমনই মুখের ভিতরকে তরতাজা রাখতে সাহায্য করে। এছাড়া সর্দি-কাশিকে নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ উপযোগী লবঙ্গ।

পুদিনা পাতা

পুদিনা পাতা

স্বাভাবিক মাউথ ফ্রেশনার হিসাবে কাজ করে পুদিনা পাতা।

পেয়ারা

পেয়ারা

মুখের দুর্গন্ধ দূর করে মুখের স্বাস্থ্য বজায় রাখতে পেয়ারা বিশেষভাবে উপযোগী। এর পাতাও জলে ফুটিয়ে তা দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।

বেদানা

বেদানা

বেদানার স্বাস্থ্য উপকারিতা আমরা সকলেই জানি। হার্ট ও ত্বকের জন্য ভীষণ উপকারী বেদানা মুখের ভিতরের স্বাস্থ্যেরও ভালো খেয়াল রাখতে পারে।

English summary

Natural Mouth Fresheners

Foods that work as a natural mouth fresheners
Story first published: Wednesday, March 2, 2016, 16:12 [IST]
X
Desktop Bottom Promotion