For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কোষ্ঠকাঠিন্য নিরাময়ের ঘরোয়া ৮ উপায়!

|
(ছবি) কোষ্ঠকাঠিন্য নিরাময়ের ঘরোয়া ৮ উপায়!

কোষ্ঠকাঠিন্যের সমস্যা অত্যন্ত আম একটি সমস্যা। সম্প্রতি এই বিষয়ে একটি সিনেমাও তৈরি হয়েছে। নাম পিকু। নিশ্চয় দেখেছেন। আপনি যদি ভাষ্কর বন্দ্যোপাধ্যায় না হতে চান তবে এই সমস্যার সমাধানের কথা ভাবুন।

খুব সাধারণভাবে ভাবলেও জলের নালি যদি বর্জ্য পদার্থে আটকে যায়, তাহলে সমস্যা দেখা দেয়। ঠিক একইভাবে শরীরের ভিতরের আমাদের 'সিস্টেম' যদি বর্জ্য পদার্থ শরীর মধ্যে আটকে থাকলে এবং বেরতে না পারলে অনেক সমস্যার শুরু হতে পারে শরীরে।

এদিকে কোষ্ঠকাঠিন্যের জন্য আপনি যদি বেশি চিকিৎসা করাতে শুরু করেন, ওষুধ খেতে শুরু করেন সেক্ষেত্রে তা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারে। যার ফলে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যহত হতে থাকে।

তাই কোষ্ঠকাঠিন্য দুর করার সবচেয়ে ভাল উপায় হল ঘরোয়া টোটকা। তাহলে আসুন দেখে নেওয়া যাক কোন কোন ঘরোয়ায় টোটকায় সমাধান হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

ডাল ও বিনস

ডাল ও বিনস

ডাল বা বিনস-এ প্রচুর পরিমাণে ফাইবার থাকে অথচ কোলেস্ট্রলের মাত্রা থাকে কম। দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করুন ডাল বা বিনস, তবে মাথায় রাখবেন বেশি খাবেন না তাহলে গ্যাসের সমস্যা হতে পারে।

আলুবোখারা

আলুবোখারা

আলুবোখারায় পটাশিয়াম ও ভিটামিট এ প্রচুর পরিমাণে থাকে। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দুর্দান্ত কাজে আসে। আলুবোখারার রস করেও খেতে পারেন।

শণ বীজ বা ফ্ল্যাক্স সিডস

শণ বীজ বা ফ্ল্যাক্স সিডস

এই বীজে ফাইবার ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড বহুল পরিমাণে থাকে। যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত উপযোগী।

বাধাকপি

বাধাকপি

বাধাকপি শরীরের বর্জ্যপদার্য বের করতে সাহায্য করে। রোজকার খাদ্যতালিকায় তাই অবশ্যই রাখুন বাধাকপি।

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল পেট পরিষ্কার করে এবং পেটের ভিতরের অস্বস্তিকে দুর করে। এক গ্লাস জলে ২ টেবিল চামচ ক্যাস্টর তেল মিশিয়ে নিন। এবং খেয়ে নিন। উপকার পাবেন।

ডাবের জল

ডাবের জল

কোষ্ঠকাঠিন্যের সমস্যা অত্যন্ত গুরুতর হলে ডাবের জল সবচেয়ে কাজে। তবে বেশি ডাবের জল খেলে পাতলা পায়খানার সমস্যা হতে পারে।

অ্যালোভেরা জুস

অ্যালোভেরা জুস

অ্যালোভেরা জুসও কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারি। যদিও অতিরিক্ত পান করলে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অ্যালোভেরা জুস পান না করাই বাঞ্ছনীয়।

অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনিগার

১ চা চামচ অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। সকালবেলা খালি পেটে এই মিশ্রণটি খেয়ে নিন। কোষ্ঠকাঠিন্য সারানোর এটাও উল্লেখযোগ্য টোটকা।

English summary

Natural Laxatives To Treat Constipation

Natural Laxatives To Treat Constipation
Story first published: Monday, May 25, 2015, 15:30 [IST]
X
Desktop Bottom Promotion