For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা রোগীর ব্যবহৃত অক্সিমিটার ও থার্মোমিটার ব্যবহার করতে পারেন কি বাড়ির অন্যরা? জেনে নিন

|

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের অবস্থা খুবই শোচনীয়। প্রত্যেক দিনি প্রায় কয়েক লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে। দ্বিতীয় ঢেউ অনেক বেশি ছোঁয়াচে বলে ইতিমধ্যেই প্রমাণিত। তাই এই অতিমারির সময় নিজেদের সুস্থ রাখতে সমস্ত সতর্কতা মেনে চলা এবং স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Is it safe to use the same oximeter and thermometer touched by a COVID-19 patient?

শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার সমস্যা নিয়ে প্রচুর মানুষ হাসপাতলে ভর্তি হচ্ছে, অনেকেই ফুসফুসের সমস্যায়ও ভুগছে। অনেকের মধ্যে আবার হ্যাপি হাইপক্সিয়া দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেকেরই উচিত সময়মতো শরীরে অক্সিজেনের মাত্রা এবং দেহের তাপমাত্রা পরীক্ষা করা। আর অক্সিজেন ও তাপমাত্রা জানার সবচেয়ে সহজ উপায় হল অক্সিমিটার এবং থার্মোমিটারের ব্যবহার। কিন্তু বেশিরভাগ বাড়িতেই একাধিক অক্সিমিটার বা থার্মোমিটার মজুত থাকে না। তাই বাড়িতে যদি কোনও কোভিড রোগী থাকে, তার ব্যবহৃত সরঞ্জাম কী ব্যবহার করা নিরাপদ? এক্ষেত্রে কী করা উচিত, তা নিয়ে ধন্দ তৈরি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে।

অক্সিজেনের মাত্রা এবং দেহের তাপমাত্রা কীভাবে পরিমাপ করবেন?

অক্সিজেনের মাত্রা এবং দেহের তাপমাত্রা কীভাবে পরিমাপ করবেন?

আপনার আঙুল অক্সিমিটারে লাগিয়ে এক মিনিটের মতো রাখুন। রিডিং স্থির হলে সেটা এক জায়গায় তারিখ-সহ লিখে নিন। এভাবে আপনি আপনার শরীরে অক্সিজেনের মাত্রা খুব সহজেই জানতে পারবেন।

দেহের তাপমাত্রা জানার জন্য, থার্মোমিটারকে আপনার জিভের নিচে দেড় থেকে দুই মিনিট পর্যন্ত রাখুন। তারপর বের করে দেখে নিন আপনার দেহের তাপমাত্রা কত এবং সেটি একই জায়গায় লিখে রাখুন। আপনি জিভের নিচে যদি থার্মোমিটার না রাখতে চান, তাহলে বগলে দুই মিনিটের মতো থার্মোমিটার দিয়ে চেপে রাখুন।

সংক্রমিত ব্যক্তির অক্সিমিটার এবং থার্মোমিটার কী বাড়ির অন্যান্য সদস্যদের ব্যবহার করা নিরাপদ?

সংক্রমিত ব্যক্তির অক্সিমিটার এবং থার্মোমিটার কী বাড়ির অন্যান্য সদস্যদের ব্যবহার করা নিরাপদ?

গবেষণায় দেখা গেছে যে, করোনা ভাইরাস প্লাস্টিকের উপর কিছুক্ষণ থাকার পরে মারা যায়। তাই প্লাস্টিক বডি অক্সিমিটারগুলি হাসপাতালের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। একসাথে অসংখ্য করোনা রোগীর জন্য একটি অক্সিমিটার ব্যবহার করা হয়। কারণ প্রত্যেকের জন্য এক একটা যন্ত্র রাখা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু অবশ্যই প্রত্যেক রোগীর ব্যবহারের পর তা যেন যথাযথভাবে পরিষ্কার করা হয়। আর থার্মোমিটার-এর ক্ষেত্রে, সেফটির কথা ভেবে সাধারণত প্রত্যেক রোগীর জন্য আলাদা আলাদা থার্মোমিটার ব্যবহার করা হয়।

বাড়ির ক্ষেত্রে, প্রত্যেক সদস্যের জন্য একটি করে থার্মোমিটার বা অক্সিমিটার রাখা সম্ভব নয়। বেশিরভাগ বাড়িতেই একটি করে থার্মোমিটার এবং অক্সিমিটার থাকে। বাড়িতে যদি কোনও সংক্রমিত রোগীর থার্মোমিটার এবং অক্সিমিটার বাড়ির অন্য সদস্যকে ব্যবহার করতে হয়, তবে অবশ্যই ব্যবহারের আগে যথাযথভাবে অক্সিমিটার এবং থার্মোমিটার পরিষ্কার করে নিন।

বাড়িতে পালস অক্সিমিটার ব্যবহার করবেন কীভাবে? জেনে নিন সঠিক পদ্ধতিবাড়িতে পালস অক্সিমিটার ব্যবহার করবেন কীভাবে? জেনে নিন সঠিক পদ্ধতি

কীভাবে অক্সিমিটার এবং থার্মোমিটার পরিষ্কার করবেন?

কীভাবে অক্সিমিটার এবং থার্মোমিটার পরিষ্কার করবেন?

একটি অক্সিমিটার পরিষ্কারের জন্য অ্যালকোহল-বেসড স্যানিটাইজার ব্যবহার করুন। অথবা ভেজা কাপড় এবং সাবান দিয়ে সাবধানে পরিষ্কার করুন। যাতে সেন্সারটি নষ্ট না হয়ে যায় তার দিকে লক্ষ্য রাখবেন।

থার্মোমিটার পরিষ্কারের ক্ষেত্রে, আপনি যদি মারকিউরি-বেসড থার্মোমিটার ব্যবহার করেন, তাহলে তা হালকা গরম জলে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন কিংবা স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে ভাল করে মুছে শুকিয়ে নিন। তবে থার্মোমিটার স্যানিটাইজ করলে, সেটা ভুলেও কারুর মুখে দিয়ে তাপমাত্রা মাপবেন না। ব্যবহারের পরে অক্সিমিটার-থার্মোমিটার যথাস্থানে রেখে, ভাল ভাবে হাত স্যানিটাইজ করতে হবে।

English summary

Is it safe to use the same oximeter and thermometer touched by a COVID-19 patient?

Is it really safe to use these equipments touched by COVID-19 patients? Read on to know.
X
Desktop Bottom Promotion