For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

RT-PCR টেস্ট করানোর প্রয়োজন নেই কাদের? নয়া নির্দেশিকা প্রকাশ করল ICMR

|

দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে, সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিগুলিতে করোনা পরীক্ষা করানোর জন্য ভিড়ও বাড়ছে। ফলে ল্যাবরেটরিগুলোর ওপর প্রচুর চাপ পড়ছে। তাই করোনা টেস্টের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) নতুন নির্দেশিকা প্রকাশ করল। এই গাইডলাইনে আরটি-পিসিআর টেস্ট সম্পর্কিত কিছু নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। যেখানে স্পষ্টভাবে বলা আছে, কাদের RT-PCR টেস্ট করার প্রয়োজন এবং কাদের নয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক নতুন গাইডলাইন সম্পর্কে।

ICMR revises RT-PCR testing guidelines

RT-PCR টেস্টের ক্ষেত্রে আইসিএমআরের গাইডলাইন

১) কোনও ব্যক্তির ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোভিড রিপোর্ট পজিটিভ এলে আবার RT-PCR টেস্টের প্রয়োজন নেই।

২) একবার RT-PCR টেস্ট করালে পুনরায় করানোর দরকার নেই।

৩) যিনি ১০ দিন হোম কোয়ারান্টিনে থেকেছেন, শেষ তিনদিনের মধ্যে জ্বর আসেনি বা কোভিডের কোনও লক্ষণ দেখা দেয়নি, তাহলে তার RT-PCR টেস্ট করানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টই যথেষ্ট।

৪) হাসপাতালে থেকে কোভিডের চিকিৎসা হলে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়া পেলে টেস্ট করানোর দরকার নেই।

৫) আন্তঃরাজ্যে ভ্রমণ করছেন, এমন সুস্থ ব্যক্তিরও RT-PCR টেস্টের প্রয়োজন নেই।

৬) যদি আপনার মধ্যে করোনার উপসর্গ থাকে, কিন্তু ব়্যাপিড টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে, তাহলে সেক্ষেত্রে RT-PCR টেস্ট করাতে পারেন।

কোভিড টেস্টের জন্য ল্যাবগুলির ওপর চাপ বাড়ছে

করোনার সেকেন্ড ওয়েভে দেশে প্রতিদিন গড়ে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। RT-PCR টেস্টও করাতে আসছেন প্রচুর মানুষ। ফলে ল্যাবরেটরিগুলির ওপর প্রবল চাপ পড়ছে। আর এই পরিস্থিতি সামাল দিতে অর্থাৎ ল্যাবরেটরিগুলির চাপ কমাতে আরটি-পিসিআর টেস্টের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)।

বর্তমানে ভারতে ২,৫০6 টি ল্যাব রয়েছে, যেখানে পরীক্ষা করা হচ্ছে। নতুন গাইডলাইন প্রকাশের উদ্দেশ্য হল, যাতে মানুষ বিনা কারণে পরীক্ষা না করায়, তাহলে ল্যাবগুলির উপর চাপ বাড়বে না।

আরও পড়ুন : Covid Vaccine : WhatsApp-এর সাহায্যেই নিকটতম টিকাকরণ কেন্দ্রের সন্ধান মিলবে, দেখে নিন পদ্ধতি

English summary

ICMR revises RT-PCR testing guidelines to reduce pressure on diagnostic labs

ICMR revises RT-PCR testing guidelines to reduce pressure on diagnostic labs. Read on.
X
Desktop Bottom Promotion