For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) গরমে এনার্জি ধরে রাখার উপায়

By OneIndia Bengali Digital Desk
|

ফের গরমের দাপট ধীরে ধীরে পড়তে শুরু করেছে। প্রতিবারের মতো এবারও চড়া গরম পড়বে সন্দেহ নেই। গ্রীষ্মের দাবদাহে ফের একবার আমজনতার অস্বস্তি অপেক্ষা করে রয়েছে।

গরম পড়লেও রোজনামচা আমাদের চালিয়ে য়েতেই হবে। অফিস-ব্যবসা, বাড়ির কাজকর্ম এসব গরমের জন্য রোজ বন্ধ থাকবে না। আর বাড়িতে তো অবশ্যই বাইরে বেরিয়েও প্রয়োজনীয় কাজ আমাদের সারতেই হবে।

তাহলে গরমের থেকে পালিয়ে নয়, গরমকে কাবু করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এর হাত থেকে পালিয়ে নয়, কায়দা করে গরমকে মাত দিতে হবে।

এর জন্য কয়েকটি পদ্ধতি অবশ্যই রয়েছে। যা গরমকালে অবলম্বন করলে শরীরকে ঠান্ডা রাখতে বিশেষ সুবিধা হবে আপনার। নিচের স্লাইডে সেগুলি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হল।

শরীরচর্চা

শরীরচর্চা

গরমকালে শরীরচর্চা থামালে তলবে না। তবে অত্যধিক শরীরচর্চা করে শরীরের প্রয়োজনীয় জল বের করে দেবেন না। বেশি দৌড়াদৌড়ি বা জিমে কসরত করার চেয়ে হাঁটা বা জগিংয়ে ভরসা করুন।

সাঁতার

সাঁতার

সকালে ঘুম থেকে উঠে সাঁতার কাটুন। এতে প্রয়োজনীয় শরীরচর্চাও হবে আর এর ফলে শরীরের তাপমাত্রাও সারাদিনের জন্য নিয়ন্ত্রণে থাকবে।

সাইট্রাস ফল

সাইট্রাস ফল

গবেষণা অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে সাইট্রাস যুক্ত ফলের গন্ধ শুঁকলে মস্তিষ্ক বেশি সচল থাকে। এছাড়া একবাটি সাইট্রাস যুক্ত ফল খেলে শরীর গরমের সঙ্গে লড়তে পারে সহজেই। এর পাশাপাশি স্নানের জলে একটি পাতিলেবুর রস মিশিয়ে নিন। এতে সারাদিন অনেক ফ্রেশ লাগবে।

হালকা খান

হালকা খান

গরমে সবসময় হালকা অথচ সঠিক খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। বেশি তেল-মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন।

হালকা পোশাক

হালকা পোশাক

গরমে সুতির হালকা পোশাক পড়ুন। এতে গরমেও অনেক বেশি স্বস্তিতে থাকবেন।

কাজে বিরতি

কাজে বিরতি

গরমে অফিসে কাজ করতে করতে বিরতি নিতে ভুলবেন না। কিছুক্ষণ পরপর উঠে বিরতি নিয়ে ফের কাজে বসুন। এতে এনার্জির মাত্রা ঠিক থাকবে।

পানীয়

পানীয়

গরমে ঠান্ডা পানীয় শরীর ও মনকে জুড়িয়ে দেয়। চাইলে এমন পানীয়তে ভরসা করতে পারেন। তবে অবশ্যই বাজার চলতি কার্বোনেটেড পানীয়তে ভরসা করবেন না। বদলে ফলের রস ও বাড়িতে তৈরি নানা পানীয় পান করুন।

English summary

How To Increase Your Energy Levels During Summer

How To Increase Your Energy Levels During Summer
X
Desktop Bottom Promotion