For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এই স্বাস্থ্যকর অভ্যাসগুলি আদতে অস্বাস্থ্যকর

|

সুস্থ থাকতে গেলে আমাদের সবসময় স্বাস্থ্যকর অভ্যাসকে অনুসরণ করতে হয়। বেনিয়ম হলে বা অস্বাস্থ্যকর অভ্যাসের দাস হলে শরীরের ক্ষতি হতে পারে। [অফিসে যে জিনিসগুলি করা একদম উচিত নয়]

তবে জানেন কি, এমন কিছু ভালো অভ্যাস আমাদের অনেকের রয়েছে যা আদতে শরীরের ভালো করার বদলে ক্ষতি করতে পারে। আশ্চর্য মনে হলেও বিশেষজ্ঞদের মত কিন্তু তেমনই।

নিচের স্লাইডে দেখে নিন, আমরা যেগুলিকে স্বাস্থ্যকর অভ্যাস বলে মনে করি, সেগুলি সর্বদা মেনে চললে কি কি ক্ষতি হতে পারে আমাদের।

পানীয় জল

পানীয় জল

প্রাপ্তবয়স্কদের সারা দিনে ৮ গ্লাস করে জল খাওয়া উচিত। কম জল খেলে যেমন শরীরের নানা অসুবিধা হতে পারে, তেমনই অত্যধিক জল খেলে কিডনি বেশি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তে পারে। একইসঙ্গে প্লাস্টিকের বোতলে কখনও জল খাওয়া উচিত নয়।

ভোরের কাজকর্ম

ভোরের কাজকর্ম

ভোরে উঠে ভারী কাজ করা কখনও উচিত নয়। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণও বেড়ে যায় এর ফলে। সকালে হালকা জগিং বা সাইকেল চালানো বেশ কাজের হতে পারে।

কম ফ্যাটযুক্ত খাবার

কম ফ্যাটযুক্ত খাবার

কম ফ্যাটযুক্ত খাবার শরীরের জন্য খুব একটা উপযোগী নয়। এতে এনার্জি কম থাকে। এবং মেটাবলিজম প্রক্রিয়াকে ঠিক রাখতে প্রয়োজনীয় প্রোটিনও থাকে না এতে।

সাপ্লিমেন্টস

সাপ্লিমেন্টস

পুষ্টির জোগান ঠিক রাখতে অনেকে সাপ্লিমেন্টস-এর উপরে ভরসা করেন যা অত্যন্ত খারাপ অভ্যাস। এর বদলে ব্যালান্স ডায়েট করুন শরীর সুস্থ থাকবে।

খাবার এড়িয়ে যাওয়া

খাবার এড়িয়ে যাওয়া

রোগা হতে চেয়ে অনেকেই প্রতিনিয়ত কোনও এক বেলার খাবার এড়িয়ে যান। এতে ওজন বাড়ার আরও বেশি সম্ভাবনা তৈরি হয়। এছাড়া গ্যাস-অম্বলের সমস্যা সৃষ্টি হওয়া তো রয়েইছে।

ডায়েটে নানা ধরনের রস

ডায়েটে নানা ধরনের রস

ওজন ঝরাতে চাইলে কঠিন পরিশ্রম করুন ও পরিমিত খাবার খান। সকালে প্রাতঃরাশে শুধু জুস খেয়ে কাটাবেন না। এতে ভালোর চেয়ে খারাপ হবে অনেক বেশি।

বেশি স্নান করা

বেশি স্নান করা

আমাদের সকলেরই ধারণা, বেশি স্লান করা মানেই বেশি পরিষ্কার থাকা। আদতে ঘটনা তা নয়। বেশি স্নান করলে ত্বকের উপরে থাকা স্বাভাবিক তৈলাক্ত ভাব চলে গিয়ে ত্বক শুকিয়ে যায়। ফলে এতে নানা ধরনের সংক্রমণ খুব সহজেই হয়ে থাকে।

সূর্যকে এড়িয়ে চলা

সূর্যকে এড়িয়ে চলা

দিনের বেলায় সূর্যের আলোতে গা সেঁকলে তাতে শরীরে উপকার হয়। সূর্যের আলোয় রয়েছে ভিটামিন ডি যা শরীরের নানা ধরনের চাহিদা পূরণে সক্ষম।

এমন আরও খবর পড়ুন এখানে :

এই অভ্যাসগুলি থাকলে কোনওদিনও ওজন কমবে না!এই অভ্যাসগুলি থাকলে কোনওদিনও ওজন কমবে না!

এই অভ্যাসগুলি আপনার দুর্বলতার প্রধান কারণএই অভ্যাসগুলি আপনার দুর্বলতার প্রধান কারণ

ঘুমানোর অদ্ভুত ধরনের ফলে কী হতে পারেঘুমানোর অদ্ভুত ধরনের ফলে কী হতে পারে

এই ১০টি বদভ্যাস আপনার বুদ্ধির ধার কমাতে পারে!এই ১০টি বদভ্যাস আপনার বুদ্ধির ধার কমাতে পারে!

English summary

Healthy Habits That Are Really Unhealthy

Healthy Habits That Are Really Unhealthy
Story first published: Tuesday, December 15, 2015, 11:14 [IST]
X
Desktop Bottom Promotion