For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) শীতকালে এসি মেশিনের ব্যবহারে কী সমস্যা হতে পারে জানা আছে কি?

|

শীতকাল অধিকাংশ মানুষের কাছে পছন্দের ঋতু। কারণ এই সময় আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে, ঘামের মতো বিরক্তিকর জিনিসের থেকে মুক্তি মেলে, তাছাড়া এই সময় খেয়ে, ঘুরে, কাজ করে আরাম আছে, ক্লান্তি কম।

কিন্তু এমন অনেকেই আছেন যারা এই সময়ও সবসময় এয়ার কন্ডিশনার (এসি)-র ব্যবহার করেন। কিন্তু তারা হয়তো জানেন না, এর ফলে নানা ধরণের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা হতে পারে।

সাধারণভাবে এমনিতেই শীতকালে তামপাত্রার হেরফেরের দেরে নানারকম রোগের ঝুঁকি থেকেই যায়। এসির ব্যবহার এই ঝুঁকিকেই আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে বাড়িতে যদি ছোটরা থাকে।

শীতকালে এসির ব্যবহারে ঠিক কী কী ধরণের সমস্যা হতে পারে আসুন দেখে নেওয়া যাক।

হাঁপানি বা অ্যাজমা

হাঁপানি বা অ্যাজমা

যাঁদের অ্যাজমার সমস্যা রয়েছে শীতকালে এসির ব্যবহারে তাদের হাঁপানির সমস্যা আরও বাড়তে পারে। তাই শীতকালে খুব প্রয়োজন ছাড়া এসি এড়িয়ে চলুন।

অ্যালার্জি

অ্যালার্জি

চালু করার সঙ্গে সঙ্গে এসিতে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকনা হাওয়ায় ঘোরাফেরা করতে শুরু করে। এর ফলে হাঁচি, সর্দির মতো অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা হতে পারে।

রুক্ষ ত্বক

রুক্ষ ত্বক

শীতকালে এমনিতেই ত্বক রূক্ষ ও শুষ্ক হয়ে যায়। শীতকালে এসির ব্যবহার সেই সমস্যাকে আরও তীব্রতর করে। শুষ্ক হাওয়া এবং ঠান্ডা বায়ুপ্রবাহ ত্বকের সমস্ত আর্দ্রতা শুষে নেয়।

সংক্রমণ

সংক্রমণ

শীতকালে এসির ব্যবহারের ফলে বাড়ির ভিতরে দূষণকারী পদার্থের সংখ্যা বেড়ে যায় যা খালি চোখে দেখা যায় না। এর ফলে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাসের পরিমাণ বেড়ে যায়। এর ফলে শরীরে নানা ধরণের সংক্রমণ দেখা দেয়।

চুলকুনি

চুলকুনি

শীতকালে অনেকেই চুলকুনির সমস্যার অভিযোগ তোলেন। তবে সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের এই সমস্যা হয় তাদের মধ্যে ৮০ শতাংশই শীতকালে এসি-র ব্যবহার করেন। এই ধরণের চুলকুনির সমস্যা মূলত শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্য হয়।

ডিহাইড্রেশন

ডিহাইড্রেশন

শীতকালে এসি চালানোর ফলে বাড়ির ভিতরের আর্দ্রতা বেরিয়ে যায়। তার উপর এমনিতেই শীতকালে জল কম খাওয়া হয়। দুয়ের ফলে ডিহাইড্রেশন হতে পারে। তাই আগে থাকতেই সতর্ক হোন।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে

(ছবি) ঠান্ডা লাগলে এই খাবার মুখে তুলবেন না(ছবি) ঠান্ডা লাগলে এই খাবার মুখে তুলবেন না

(ছবি) শীতকালে অ্যালার্জির হাত থেকে বাঁচার উপায়(ছবি) শীতকালে অ্যালার্জির হাত থেকে বাঁচার উপায়

৮টি খাবার যা শীতকালে আপনাকে 'উষ্ণতার ছোঁয়া' দেয়!৮টি খাবার যা শীতকালে আপনাকে 'উষ্ণতার ছোঁয়া' দেয়!

English summary

Health Effects Of Using AC In Winter

Health Effects Of Using AC In Winter
X
Desktop Bottom Promotion