For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কিসমিস না আঙুর, স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারি?

|

আঙুর থেকেই যে কিসমিস তৈরি হয়, এটা কারুরই অজানা নয়! আঙুল আমরা ফল হিসেবে খাই, আর কিসমিস হল আঙুরেরই শুকনো রূপ। আঙুরকে রোদে বা হাওয়ায় শুকিয়ে কিসমিস বানানো হয়। বিভিন্ন রান্নায়ও ব্যবহৃত হয় কিসমিস, বিশেষ করে পিঠে-পায়েসে মাস্ট। কিসমিস এনার্জি বুস্টার হিসেবে পরিচিত এবং পটাশিয়াম, আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টিতে সমৃদ্ধ।

Grapes or Raisins : Which is healthier?

কিসমিস এবং আঙুর, উভয়ের পুষ্টিগুণ কিন্তু আলাদা হয়। তাই কারুর জন্য আঙুর ভাল, কারুর জন্য কিসমিস। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে, এই দুইয়ের মধ্যে কোনটা স্বাস্থ্যের পক্ষে ভাল? আজকের এই আর্টিকেলে এ সম্পর্কেই বলব।

মিষ্টি

মিষ্টি

আঙুর শুকিয়ে এলে এতে চিনির পরিমাণ অনেক ঘন হয়ে যায়। তাই কিসমিসে আঙুরের চেয়ে বেশি চিনি থাকে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি ক্ষতিকারক।

অ্যান্টি-অক্সিড্যান্ট

অ্যান্টি-অক্সিড্যান্ট

অ্যান্টি-অক্সিড্যান্ট, আমাদের স্বাস্থ্য ভাল রাখতে এবং বিভিন্ন রোগ থেকে আমাদের দূরে রাখতে খুব গুরুত্বপূর্ণ। ফল শুকিয়ে গেলে, তার মধ্যে উপস্থিত যৌগটি ঘন হয়ে যায়। তাই কিসমিসে আঙুরের চেয়ে তিন গুণ বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।

ক্যালোরি

ক্যালোরি

আঙুর এবং কিসমিসের মধ্যে বিচার করলে দেখা যায় যে, কিসমিসে আঙুরের চেয়ে বেশি ক্যালোরি থাকে। কারণ কিসমিস আঙুরের চেয়ে বেশি শুকনো হয় যার ফলে ক্যালোরি ঘন হয়ে যায়। তাই, চিনির মতোই ক্যালোরির ক্ষেত্রেও কিসমিস অনেকটাই এগিয়ে আঙুরের চেয়ে।

ঘন ঘন কটন বাড ব্যবহার করেন কানে? সাবধান! শ্রবণশক্তি হারাতে পারেনঘন ঘন কটন বাড ব্যবহার করেন কানে? সাবধান! শ্রবণশক্তি হারাতে পারেন

ওজন কমাতে

ওজন কমাতে

যারা ওজন হ্রাস করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিসমিস একটি ভাল বিকল্প হতে পারে। যদিও কিসমিসে ক্যালোরির মাত্রা বেশি থাকে, তাহলেও আঙুরের থেকে কিসমিস বেশি মাত্রায় মেদ ঝরাতে পারে!

কোনটা ভাল, কিসমিস না আঙুর?

কোনটা ভাল, কিসমিস না আঙুর?

উভয়ের মধ্যে কোনটা বেশি স্বাস্থ্যকর তা কোনও ব্যক্তির প্রয়োজনের উপর নির্ভর করে। আপনি যদি অ্যান্টি-অক্সিডেন্টকে বেশি গুরুত্ব দিতে চান, তাহলে কিসমিস আপনার জন্য সবচেয়ে ভাল বিকল্প।

যদি চিনির মাত্রা বেড়ে যাওয়া নিয়ে সমস্যা থাকে, তাহলে আঙুর খান। এরপরেও কোনও প্রশ্ন থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।

English summary

Grapes or Raisins : Which is healthier?

According to some researchers, that question is difficult to answer--and it kind of depends on why you are eating grapes or raisins to begin with.
Story first published: Tuesday, February 16, 2021, 12:40 [IST]
X
Desktop Bottom Promotion