For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ভুগছেন 'অ্যামিলয়ডোসিস'-এ, জেনে নিন এই বিরল রোগ সম্পর্কে

|

পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও পূর্ব সেনানায়ক জেনারেল পারভেজ মুশারফের শারীরিক অবস্থা সংকটজনক। অ্যামিলয়ডোসিস নামক বিরল রোগে আক্রান্ত হয়ে গত ৩ সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি। মুশারফের পরিবার জানিয়েছে, তিনি শারীরিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁর পক্ষে আর সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করছে না।

what is Amyloidosis

আসুন জেনে নেওয়া যাক, অ্যামিলয়ডোসিস রোগ হওয়ার আসল কারণ এবং এর উপসর্গ সম্পর্কে -

অ্যামিলয়ডোসিস কী?

অ্যামিলয়ডোসিস কী?

এক ধরনের প্রোটিন, যার নাম অ্যামিলয়েড, যখন শরীরের নানা অঙ্গে জমা হয় এবং অঙ্গগুলির স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়, তখনই অ্যামিলয়ডোসিস হয়। এটি অত্যন্ত বিরল রোগ।

অ্যামিলয়েড প্রোটিনটি সাধারণত দেহে পাওয়া যায় না, কিন্তু এটি দেহের বিভিন্ন প্রোটিন থেকে উত্‍পাদিত হতে পারে। এই রোগে হার্ট, কিডনি, যকৃত, প্লীহা, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্র মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ৬০-৭০ বছর বয়সী পুরুষদের মধ্যে এই রোগ দেখা যায়। তবে এই বয়সের আগেও হতে পারে অ্যামিলয়ডোসিস।

অ্যামিলয়ডোসিসের উপসর্গ

অ্যামিলয়ডোসিসের উপসর্গ

এই রোগের লক্ষণগুলি হল -

পা এবং গোড়ালি ফুলে যাওয়া

প্রচন্ড ক্লান্তি এবং দুর্বলতা

অনিয়মিত হার্টবিট

খাবার বা ঢোক গিলতে অসুবিধা

কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, রক্তও পড়তে পারে

শ্বাসকষ্ট

হাত বা পায়ে অসাড়তা, ঝিনঝিন বা ব্যথা, বিশেষ করে কব্জিতে ব্যথা

ওজন কমে যাওয়া

জিভের গঠনে পরিবর্তন

চোখের নীচে বা চারপাশে বেগুনি স্পট বা অদ্ভুত বেগুনি ছোপ

ত্বকের পরিবর্তন

অ্যামিলয়ডোসিসের চিকিৎসা

অ্যামিলয়ডোসিসের চিকিৎসা

অ্যামিলয়েডোসিসের চিকিৎসায় ধীরে ধীরে উপসর্গগুলি হ্রাস পায় এবং জীবনের মেয়াদ বাড়ে। শরীরে অ্যামাইলয়েড প্রোটিনের উৎপাদন সীমিত হয়। এর রোগ সারানোর জন্য কেমোথেরাপির ওষুধ, হার্টের ওষুধ ও বিভিন্ন থেরাপি চলে। এছাড়াও, অটোলোগাস ব্লাড স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালিসিস, অঙ্গ প্রতিস্থাপনও দরকার হতে পারে।

English summary

Former Pak President Pervez Musharraf Suffers From Amyloidosis; Know Amyloidosis causes, symptoms in Bengali

What Is Amyloidosis, The Health Condition That Former Pak President Pervez Musharraf Suffering from. Know Amyloidosis causes, symptoms and treatment in Bengali.
Story first published: Wednesday, June 15, 2022, 18:11 [IST]
X
Desktop Bottom Promotion