For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ত্বকের জেল্লা ফেরাতে এই খাবারে মনোনিবেশ করুন

|

আমরা প্রত্যেকেই উজ্জ্বল ত্বক চাই। আর সেজন্য বাজার চলতি নানা প্রসাধনীর ব্যবহারও করে থাকি আমরা। তাতে কিছুটা কাজ হলেও খুব বেশি উপকার হয় না। [বিবাহিত জীবন সুখী করতে এই খাবারে মন দিন]

বিশেষজ্ঞরা বলেন, উজ্জ্বল ত্বক পেতে বাইরে থেকে যেমন প্রয়োজন, তেমনই ভিতর থেকে সুস্থ থাকা প্রয়োজন। নাহলে শত চেষ্টা করলেও ত্বকের উজ্জ্বলতা খুব একটা বাড়ানো যায় না। [বয়স ধরে রাখতে এই খাবারগুলি রাখুন রোজকার ডায়েটে]

সুষম ও পুষ্টিকর খাবার খেলে তবেই শরীরের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকও চকচকে হয়ে উঠবে। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, কোন কোন খাবার আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে পারবে। [জেনে নিন মাথার ধার বাড়াতে কোন খাবারে মন দেবেন]

ডিম

ডিম

ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন। ডিম খেলে আপনার মনসংযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ভালো থাকবে, মস্তিষ্কে বিকাশ হবে এবং সর্বোপরি ত্বক উজ্জ্বল হবে।

ব্লুবেরি

ব্লুবেরি

ব্লুবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। শরীরের নানা উপকারে আসা ছাড়াও এটি খেলে ত্বক ভালো থাকে।

লেবু

লেবু

যেকোনও লেবুতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ভালো ত্বকের জন্য প্রয়োজনীয়। এছাড়াও হাঁপানির সমস্য়ায়, কিডনিতে স্টোন হওয়ার সমস্যায় লেবু অব্যর্থভাবে কাজ করে।

ব্রকোলি

ব্রকোলি

রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নেয় ব্রকোলি। ক্যানসার প্রতিরোধেও এই সবজিটি দারুণ কাজ দেয়। ত্বকের ম্যাড়ম্যাড়ে ভাবকে সরিয়ে দিয়ে জেল্লা আনে ব্রকোলি।

টক দই

টক দই

টক দইয়ে থাকে শরীরের উপকারী ব্য়াকটেরিয়া। দই খেলে পেট পরিষ্কার থাকে। আর পেট পরিষ্কার থাকলে এমনিতেই ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

মাছ

মাছ

মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এটি ত্বকের জেল্লা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে।

টম্যাটো

টম্যাটো

টম্যাটোতেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা চামড়ার কোঁচকানো ভাব কমিয়ে দিয়ে জেল্লা বাড়ায়।

English summary

Foods That Make Your Skin Radiant

Foods That Make Your Skin Radiant
Story first published: Wednesday, September 2, 2015, 17:32 [IST]
X
Desktop Bottom Promotion