For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্ন্যাকস খেয়ে ওজন কমান!

|

আমাদের অনেকের মধ্যে ভুল ধারনা আছে, যদি আমরা একবারে বেশি না খেয়ে কিছুক্ষণ অন্তর অন্তর স্ন্যাকস জাতীয় খাবার খাই তাহলে আমাদের ওজন কমবে। কিন্তু এটা আসলে ভুল ধারণা। এই ধণের অভ্যাসের ফলে আমাদের শরীরে অতিরিক্ত ক্যালরি আসে, তবে সে পরিমাণে পুষ্টি পাওয়া যায় না। [(ছবি) পেটের অস্বাভাবিক মেদ ঝরাবেন কী করে?]

কিন্তু এমন কিছু খাবার রয়েছে যা আপনি স্ন্যাকস হিসাবে খেতে পারেন, আর তা খেলে হজমশক্তি বাড়বে। এবং মেদ ঝরাতে সাহায্য করবে। তবে সেক্ষেত্রেও সঠিক পরিমাণে খাবার খাওয়া অত্যন্ত জরুরী। [(ছবি) জেনে নিন কীভাবে শুধু দাঁড়িয়ে থেকেই ওজন ঝরানো সম্ভব]

তাহলে আসুন দেখে নেওয়া যাক কোন কোন স্ন্যাকসে কমতে পারে আপনার ওজন। [(ছবি) কীভাবে শরীরের ভিন্ন অংশের এই মেদগুলি ঝরাবেন?]

শশা

শশা

শশা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। তাই সুযোগ পেলেই শশা খান। শশা স্ন্যাক হিসাবে খেতে পারেন। এতে মেদ ঝরাতে সাহায্য হবে।

ভেজানো আমন্ড

ভেজানো আমন্ড

আমন্ডে আলফা-লাইনোলেনিক অ্যাসিড রয়েছে। যা শরীরেরমেদ ঝরাতে সাহায্য করে। ফলে খিদের মুখে ২-৩টি ভেজানো আমন্ড খেয়ে নিন। এতে অনেকক্ষণ পেট ভারি থাকে। হজমশক্তি বাড়ে এবং ওজন কমতে সাহায্য করে।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট

মিল্ক চকোলেট আপনার শরীরে মেদ তৈরি করতে পারে। কিন্তু আপনি যদি দিনে ২-৩ টুকরো ডার্ক চকোলেট খেলে তা আপনার ওজন ঝরানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে।

ডিমসিদ্ধ

ডিমসিদ্ধ

অনেকের ভুল ধারনা আছে, ডিম খেলে ওজন বাড়তে পারে। কিন্তু যদি প্রত্যেকদিন ১টি করে ডিম খাওয়া যায় তাহলে তা পুষ্টির পাশাপাশি হাড়কে মজবুত করতেও সাহায্য করে।

পাকা পেঁপে

পাকা পেঁপে

পাকা পেঁপে পেট সাফ করে এবং হজমশক্তিকে উন্নত করে। এর ফলে স্ন্যাক হিসাবে পাকা পেঁপে খেতে পারেন। এতেও ওজন ঝরানো অনেকটা সোজা হয়ে যায়।

English summary

Fatty Snacks To Lose Weight

Fatty Snacks To Lose Weight
Story first published: Sunday, November 15, 2015, 16:16 [IST]
X
Desktop Bottom Promotion