For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সঠিক নিয়মে কাড়া পান না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এই পদ্ধতি অনুসরণ করুন

|

মারণ করোনা ভাইরাস থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থ হলেই মানুষ দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও বেশি হয়। তাই কোভিডের থেকে দূরে থাকতে বিভিন্ন উপায় অবলম্বন করার পাশাপাশি মানুষ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক কাড়া পান করা শুরু করেছে। বলা হচ্ছে যে, কাড়া কেবলমাত্র ইমিউনিটি পাওয়ারই বাড়ায় না, পাশাপাশি শরীরকে সুস্থ রাখতেও সহায়তা করে। অনেকেই দিনে তিন থেকে পাঁচ বার কাড়া পান করে। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে কাড়া পান না করলে তা ক্ষতিকারক হতে পারে!

Dos And Donts Of Drinking Kadhas For Boosting Immunity

সঠিকভাবে কাড়া না পান করার পার্শ্ব-প্রতিক্রিয়া

সঠিকভাবে কাড়া না পান করার পার্শ্ব-প্রতিক্রিয়া

আমরা সবাই জানি, যেকোনও কিছুই অতিরিক্ত হলে তা অত্যন্ত ক্ষতিকারক হয়। কাড়া পানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। অনেকেই মনে করেন যে, যত বেশি আয়ুর্বেদিক কাড়া পান করা হবে, ততই তা স্বাস্থ্যের পক্ষে ভাল। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সঠিক পদ্ধতিতে কাড়া গ্রহণ না করা হলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই এটি সঠিক উপায়ে গ্রহণ করুন।

কাড়া পানের সঠিক উপায়

কাড়া পানের সঠিক উপায়

কাড়া পানের ক্ষেত্রে যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন তবে স্বাস্থ্যের উপকার হতে পারে এবং পার্শ্ব-প্রতিক্রিয়াও হবে না। দেখুন সেগুলি কী কী -

বেশি পরিমাণে ফুটাবেন না

বেশি পরিমাণে ফুটাবেন না

অতিরিক্ত ফুটালে তা তিক্ত হয়ে উঠবে এবং এর ফলে অ্যাসিডিটি ও অম্বল হতে পারে। হালকা ফোটানোই স্বাস্থ্যের পক্ষে ভাল।

দিনে হাফ কাপ কাড়া পান করুন

দিনে হাফ কাপ কাড়া পান করুন

আপনি কি দিনে তিন-চার বার কাড়া পান করেন? তাহলে এখনই এই অভ্যাস ত্যাগ করুন। একদিনে আধ কাপের বেশি কাড়া পান করবেন না। তবে শীতকালে দুই বার খেতে পারেন! প্রতিদিন কাড়া পান থেকে বিরত থাকুন।

মশলা ব্যবহার করুন

মশলা ব্যবহার করুন

কাড়ায় কিছু মশলা যুক্ত করতে পারেন। এটি পেটের সমস্যা রোধ করবে। আপনি আপনার পানীয়টিতে যষ্টিমধু, এলাচ এবং গোলাপের পাপড়ি দিতে পারেন।

অতিরিক্ত কাড়া পানে এই শারীরিক সমস্যাগুলি হতে পারে, জানুন দিনে কতটা পরিমাণ পান করা উচিতঅতিরিক্ত কাড়া পানে এই শারীরিক সমস্যাগুলি হতে পারে, জানুন দিনে কতটা পরিমাণ পান করা উচিত

ঠান্ডা জাতীয় খাবার খান

ঠান্ডা জাতীয় খাবার খান

কাড়া দেহে উত্তাপ সৃষ্টি করে, যার কারণে ত্বক শুষ্ক ও ব্রণ হতে পারে। এটি প্রতিরোধের জন্য, দিনে ঠান্ডা জাতীয় খাবার খান, যেমন - কমলালেবু।

হাইড্রেট থাকুন

হাইড্রেট থাকুন

ডায়েটে পুদিনা জল এবং ডাবের জল অন্তর্ভুক্ত করুন। এটি আপনার পেটকে ঠান্ডা রাখবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে এই সহজ টিপসগুলি অনুসরণ করুন!

English summary

Dos And Don'ts Of Drinking Kadhas For Boosting Immunity

There are rules to consume kadhas to gain maximum health benefits, without any side-effects.
X
Desktop Bottom Promotion