For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) শরীরের এই অঙ্গগুলিকে খালি হাতে একেবারেই ছোঁবেন না

|

নিজের শরীরের প্রতিটি অঙ্গ ও অংশের উপরে আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে। তবে তা সত্ত্বেও শরীরের এমন কয়েকটি জায়গা রয়েছে যেগুলিকে খালি হাতে ছোঁয়া একেবারেই অনুচিত। [গোপনাঙ্গ নয়, জানুন শরীরের কোন চেনা জায়গা সবচেয়ে নোংরা]

এই অঙ্গগুলিকে খালি হাতে ছুঁলে সেখান থেকে নানা ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। [ঘুমের মধ্যে অবচেতনে আপনি কি করেন জানেন? জেনে নিন]

আমরা হাত ধুয়ে নিলেও অনেকসময়ে ওই অঙ্গ থেকে চলে আসা জীবাণু হাতে থেকে যায় এবং তা শরীরের মধ্যে প্রবেশ করে। এর থেকে নানা সংক্রমণও হয়ে থাকে। নিচের স্লাইডে জেনে নিন, শরীরের এই অঙ্গগুলিকে খালি হাতে একেবারেই ছোঁয়া উচিত নয়। [মহাভারতের নানা অজানা ঘটনা, যা আপনি শোনেননি]

নিতম্ভ

নিতম্ভ

বিশেষ কারণ ছাড়া নিতম্ভের মাঝে অবস্থিত মলদ্বারের আশেপাশে কখনওই হাত দেওয়া উচিত নয়। এই জায়গাটিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেক বেশি থাকে। ফলে তা হাতের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

কান

কান

অনেকেরই আঙুল বা সরু জিনিস ঢুকিয়ে কান খোঁচানোর অভ্যাস রয়েছে। এমন করলে যেকোনও মুহূর্তে শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে। একইসঙ্গে কানের মধ্যে কোথাও সংক্রমণ হলে তাতে বিপদ আরও বাড়তে পারে।

চোখ

চোখ

খালি হাতে চোখে হাত দেওয়া মানেই বহু জীবাণুর সংক্রমণ হওয়া। চোখ জ্বালা করলে বা চুলকানি হলে পরিষ্কার নরম কাপড় দিয়ে ধীরে ধীরে চোখে বোলাতে পারেন, খালি হাত নয়।

মুখের ত্বকে

মুখের ত্বকে

মুখের ত্বক খুব সংবেদনশীল হয়। মুখ ধোওয়ার সময় বাদে যখন-তখন মুখে হাত দিলে চামড়ার মারাত্মক ক্ষতি হয়। ব্যাকটেরিয়ার আক্রমণে চামড়ায় সংক্রমণও হতে পারে।

মুখের ভিতরে

মুখের ভিতরে

খাওয়ার সময়ে আমরা মুখের ভিতরে হাত দিই। তবে অন্য কোনও সময়ে নোংরা হাত মুখে দিলেই জীবাণুর সংক্রমণ হবে।

নখ

নখ

নানা ধরনের ব্যাকটেরিয়া আঙুলের নখের ভিতরে বাস করে। দাঁত দিয়ে নখ কাটা মানে সেই ব্যাকটেরিয়াগুলিকে মুখে প্রবেশ করানো।

গোপনাঙ্গ

গোপনাঙ্গ

গোপনাঙ্গ বা বগলে, এমনকী মাথার চুলেও হাত দিলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নেবেন কারণ সেখানেও বহু ব্যাকটেরিয়ার বাস।

নাক

নাক

অনেকেরই নাক খোঁটার অভ্যাস রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, এমন করলে নখের ভিতরের জীবাণু সব হাত দিয়ে নাকে প্রবেশ করে।

English summary

Dont Touch These Body Parts With Hands

Dont Touch These Body Parts With Hands
Story first published: Wednesday, August 19, 2015, 13:20 [IST]
X
Desktop Bottom Promotion