Just In
- 4 hrs ago
Surya Gochar 2022 : সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, কেমন কাটবে আপনার এই গোচরকাল? জেনে নিন
- 11 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? জানতে দেখুন ১৮ অগস্টের রাশিফল
- 22 hrs ago
Benefits of Clove Tea : রোজ এক কাপ লবঙ্গ চা পানেই সারবে যত রোগ! দেখে নিন কী ভাবে বানাবেন
- 23 hrs ago
প্রথমবার মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করবেন? অবশ্যই মাথায় রাখুন এই ৫ বিষয়!
কোভিড-১৯ নাকি ইনফ্লুয়েঞ্জা? উপসর্গ দেখে বুঝবেন কীভাবে
করোনা ভাইরাস নিয়ে তোলপাড় সারা বিশ্ব। কবে এই অতিমারির থেকে মুক্তি পাবে পৃথিবী? তা এখনও সকলের অজানা। কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না করোনা ভাইরাসকে। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে এই মারণ ভাইরাস, পাশাপাশি দিন যত এগোচ্ছে, নতুন নতুন উপসর্গ নিয়ে হাজির হচ্ছে কোভিড-১৯। যার ফলে চিন্তিত হয়ে পড়েছেন চিকিৎসক মহল থেকে শুরু করে গবেষকরাও।
কোভিড-১৯, মানুষকে আতঙ্কের এমন এক পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, যেখানে সাধারণ ঠান্ডা লাগা বা জ্বর হলেই মানুষ করোনা ভেবে আতঙ্কিত হয়ে উঠছে। করোনার সংক্রমণ নাকি সাধারণ জ্বর, এই বুঝে উঠতেই দিন পেরিয়ে যাচ্ছে সকলের। যার ফলে রোগ আরও বিস্তার করছে হু হু করে।
আরও পড়ুন : করোনা ভাইরাস : এইসময় হোটেলে থাকা কতটা নিরাপদ? রুম বুক করার আগে এই বিষয়ের দিকে নজর দিন
যেহেতু এই সময়টি ঋতু পরিবর্তনের সময়, তাই অনেকেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারাও আক্রান্ত হতে পারেন। তাই সামান্য জ্বর, সর্দি-কাশিতে ভাববেন না যে, আপনি কোভিড-১৯ দ্বারাই সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের মতে, সাধারণ জ্বর বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গের সঙ্গে কোভিড-১৯ এর উপসর্গ প্রায় এক হলেও, খুব সূক্ষ্ম কিছু পার্থক্যের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা ও করোনাকে আলাদা করা সম্ভব। তবে চলুন আতঙ্কিত হওয়ার আগে জেনে নিন, করোনা এবং ইনফ্লুয়েঞ্জা এই দুটি ভাইরাসের উপসর্গের মধ্যে পার্থক্যগুলি কী কী।

ইনফ্লুয়েঞ্জার উপসর্গ
১) এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে হালকা থেকে মাঝারি জ্বর ও গা ম্যাজম্যাজে ভাব দেখা দেয়।
২) জ্বর সাধারণত দুই থেকে তিন দিন বা খুব বেশি হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে সেরে ওঠে।
৩) সামান্য সর্দি ভাব, কখনও কখনও আবার নাক দিয়ে জল পড়ে।
৪) এই সমস্ত কিছুর সঙ্গে হাঁচি এবং হালকা কাশিও থাকে।
৫) সারা গায়ে ব্যাথা ও অসহ্য মাথার যন্ত্রণা হয়।

কোভিড-১৯ এর উপসর্গ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সর্বাধিক সাধারণ লক্ষণ ( যে লক্ষণগুলি সচরাচর দেখা যায়)
১) জ্বর
২) শুকনো কাশি
৩) শারীরিক দুর্বলতা
৪) গলা ব্যথা
কম সাধারণ লক্ষণ ( যে লক্ষণগুলি তুলনামূলক কম দেখা যায়)
১) পা, হাত ও শরীরের অসহ্য যন্ত্রণা
২) পেট খারাপ
৩) মাথার যন্ত্রণা
৪) স্বাদ ও ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলা
৫) ত্বকে ফুসকুড়ি দেখা দেওয়া
৬) পায়ের আঙ্গুলে লালচেভাব জন্ম নেওয়া বা বিবর্ণতা
গুরুতর লক্ষণ
১) শ্বাসকষ্ট
২) বুকে অসহ্য ব্যথা
করোনা ভাইরাসের এই সমস্ত উপসর্গগুলি ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার দিন থেকে মাত্র ৫ দিনের মাথায় দেখা দেয়। কখনও কখনও লক্ষণ দেখা দিতে ১৪ থেকে ২১ দিন পর্যন্তও সময় লাগে।

যে সতর্কতাগুলো মেনে চলবেন
১) উভয়ের ক্ষেত্রেই সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা। কারণ এই দুই ভাইরাসের সঙ্গে লড়াই করতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখতেই হবে।
৩) পার্সোনাল হাইজিন মেনে চলা, বিশেষ করে হাত ধোওয়া এবং হাত স্যানিটাইজ করা।
৩) সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব মেনে চলা।
৩) বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা।
৪) হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করা।
৫) এই ধরনের সামান্যতম লক্ষণ দেখা দিলে খুব শীঘ্রই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
৬) ইনফ্লুয়েঞ্জা ও করোনা শনাক্ত করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট করান।
৭) উভয় রোগের ক্ষেত্রেই এই ধরনের কোনও লক্ষণ দেখা দিলে বাড়ির অন্যান্য সদস্যের থেকে আলাদা থাকুন।
লক্ষণগুলি যাই হোক না কেন, উভয় রোগই শরীরের জন্য খুবই মারাত্মক। তাই অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। কারণ, সামান্য অবহেলা আপনাকে বড় ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। সতর্ক হন এবং সুস্থ থাকুন।