For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Diabetic Foot Symptoms : পায়ে এই ৭ লক্ষণ দেখলেই বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত!

|

ডায়াবেটিসের সমস্যা এখন ঘরে ঘরে। অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, স্ট্রেস, উদ্বেগ, মানসিক চাপের কারণে এখন অল্প বয়সেই অনেকে আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। আর তার হাত ধরেই নানা রোগের জন্ম হচ্ছে। রক্তে ইনসুলিনের অভাবই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে একে একে ক্ষতিগ্রস্ত হতে থাকে কিডনি, হার্ট, চোখ ও নার্ভসহ শরীরের নানা অঙ্গ। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা পায়ের নানা সমস্যায় বেশি ভোগেন। চিকিৎসা ক্ষেত্রে একে বলে 'ডায়াবেটিক ফুট'।

তবে জীবনযাত্রা ও খাওয়াদাওয়ায় খানিক পরবর্তন আনলেই ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যাবে, এমনটাই মত চিকিৎসকদের। তার জন্য প্রতি দিন নিয়ম করে করতে হবে শরীরচর্চা, আর স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা। ঘন ঘন প্রস্রাব ও তেষ্টা পাওয়া, ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষত না সারা, ওজন কমে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া যাওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবেটিসের। এগুলি ছাড়াও, ডায়াবেটিসের কিছু লক্ষণ ফুটে ওঠে পায়ে। আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক -

Diabetic Foot Symptoms

পায়ে ডায়াবেটিসের লক্ষণ

১) পায়ে ব্যথা, জ্বালা, ঝিনঝিন করা, পা লাল হওয়া এবং অসাড় হয়ে যাওয়া।

২) পায়ের ঘা এবং ক্ষত না শোকানো। ঠিকমতো রক্ত প্রবাহ না হওয়ার কারণে এমন সমস্যা হয়। রক্তনালীগুলি সরু ও শক্ত হয়ে যায় এবং রক্ত সাধারণত যে ভাবে প্রবাহিত হয়, ডায়াবেটিসে আক্রান্ত হলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না।

৩) পায়ের নীচে বা বুড়ো আঙুলের নীচে ফোসকা, ঘা অথবা আলসার হওয়া।

৪) পায়ের আকৃতি পরিবর্তন হওয়া।

৫) পায়ের পাতা ভারি হয়ে যাওয়া, পা ফেলতে সমস্যা, পায়ের ত্বক শুষ্ক হওয়া, ত্বক ফাটা, গোড়ালি ফাটা, আঙুলের মাঝখানে চামড়া ফাটা, চামড়া ওঠা।

৬) ত্বকের রঙে পরিবর্তন।

৭) গোড়ালি বা পায়ে ফোলাভাব।

আরও পড়ুন : ডায়াবেটিস রোগীরা অবশ্যই পায়ের যত্ন নিন, নাহলে হতে পারে বিপদ!

English summary

Diabetic Foot Symptoms: Hidden Signs of High Blood Sugar Level That You Might See on Your Feet

Diabetic Foot Symptoms: Hidden Signs of High Blood Sugar Level That You Might See on Your Feet.
X
Desktop Bottom Promotion