For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে করোনা টিকাকরণ, জানুন কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন

|

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পয়লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রথম পর্বে ৬০ বছর বয়স্কদের করোনা টিকা দেওয়া শুরু হয়। এরপরে ৪৫ বা তার বেশি বয়স্কদেরও টিকাকরণ চলছে। এবার শুরু হতে চলেছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। তবে টিকা নিতে গেলে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন। দেখে নিন কীভাবে রেজিস্ট্রেশন করবেন।

COVID Vaccination for 18 above From May 1

টীকা নেওয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

টীকা নেওয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন করতে হবে ওই একই পদ্ধতিতে। ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। cowin ওয়েব পোর্টালটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি https://selfregistration.cowin.gov.in/-এ লগ ইন করেও রেজিস্ট্রেশন করতে পারেন। একটি মোবাইল নম্বর দিয়ে চার জনের রেজিস্ট্রেশন হতে পারে। তবে যদি মোবাইল ফোনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনও সমস্যা হয়, তাহলে আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন।

ধাপে ধাপে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া

ধাপে ধাপে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া

১) মোবাইলে CoWIN অ্যাপটি ওপেন করুন কিংবা cowin.gov.in ওয়েবসাইটে যান। এরপর রেজিস্টার বা সাইন ইন-এ ক্লিক করুন।

২) আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন।

৩) মোবাইলে ওটিপি আসার সাথে সাথে সেটা সঠিক জায়গায় বসান। তারপর ভেরিফাই বাটনে চাপ দিন।

৪) এবার রেজিস্ট্রেশনের পেজে আধার নম্বর, প্যান নম্বর, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদির মধ্যে আপনি কোন ফোটো আইডি ব্যবহার করবেন তা বেছে নিয়ে সেটার নম্বরটি দিন।

৫) এরপর আপনার নাম, বয়স, লিঙ্গ দিন। তারপর ‘রেজিস্টার' অপশনে ক্লিক করুন। এবার‘অ্যাকশন' বাটনে প্রেস করুন।

৬) কোন তারিখে ভ্যাকসিন নিতে চান সেই তারিখ চুজ করুন।

৭) বুক অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিনেশন পেজে এসে, যে এলাকায় টিকা নিতে চান তার পিনকোড দিন।

৮) ওখানেই অপশন থাকবে যে, কোথায় বিনামূল্যে এবং কোথায় টাকা দিয়ে টিকা নেওয়া যাবে। যেটি পছন্দ তাতে প্রেস করুন।

৯) সব শেষে ‘বুক' অপশনে ক্লিক করুন।

১০) এবার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজে এসে কবে, কোথায়, কখন টিকা নিতে যেতে হবে তা বিস্তারিত দেওয়া থাকবে। কিছু পরিবর্তন করার প্রয়োজন না থাকলে ‘কনফার্ম' বাটনে চাপ দিন।

১১) এবার অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল পেজে আপনি সব তথ্য দেখতে পাবেন।

ভ্যাকসিনের দাম

ভ্যাকসিনের দাম

পয়লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। এই পর্যায়ে করোনার ভ্যাকসিনের জন্য অর্থ প্রদান করতে হতে পারে। কোভিশিল্ড ভ্যাকসিনের দাম সরকারি হাসপাতালে ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে খরচ পড়বে ৬০০ টাকা। কেন্দ্র সরকার থেকে এই দাম নির্ধারিত করা হয়েছে। তবে রাজ্য সরকার এই বিষয়ে রায় দিতে পারে।

English summary

COVID Vaccination for 18 above From May 1 : All You Need To Know About the Vaccines Available in India in Bengali

COVID Vaccination for 18 above From May 1 : All You Need To Know About the Vaccines Available in India in Bengali.
X
Desktop Bottom Promotion