For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোভিড ভ্যাকসিন কারা নিতে পারবেন এবং কারা নয়, দেখুন কেন্দ্রের নির্দেশিকা

|

দেশজুড়ে ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুটি ভ্যাকসিন দেওয়া হবে মানুষকে। এই পরিস্থিতিতে অনেকেই বুঝে উঠতে পারছেন না যে, কারা এই ভ্যাকসিন নিতে পারবেন এবং কারা নয়। তাই এই সংক্রান্ত বেশ কয়েকটি নির্দেশিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্র। তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে কী কী করা যাবে, আর কী নয়।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, যে ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়েছিলেন বা যারা কঠিন রোগে আক্রান্ত - হৃদরোগ, স্নায়ুরোগ, ফুসফুসজনিত রোগ বা এইআইভি, এমন রোগীদের টিকা দেওয়া যেতে পারে। তাহলে কারা ভ্যাকসিন নিতে পারবেন না? জেনে নিন এই আর্টিকেল থেকে।

Covid-19 vaccination drive : These people should not get vaccinated, as per govt guidelines

দেখে নিন কারা টিকা নিতে পারবেন না

১) ১৮ বছরের নীচে যারা তাদের করোনার ভ্যাকসিন নেওয়ার অনুমতি নেই।

২) গর্ভবতী এবং যারা শিশুকে স্তন্যপান করান এমন মহিলারা টিকা নিতে পারবেন না।

৩) যাদের অ্যালার্জি হয় কোনও ওষুধ, খাবার বা ভ্যাকসিন থেকে তারা ভ্যাকসিন নিতে পারবেন না।

৪) কোভিডে আক্রান্ত হয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে উঠছেন, এমন ব্যক্তিরা সুস্থ হওয়ার ৪-৮ সপ্তাহ পর কোভিড টিকা নিতে পারবেন।

৫) যদি কোনও ব্যক্তি অন্য কোনও রোগের জন্য টিকা নিয়ে থাকেন, তাহলে সেই টিকার সঙ্গে কোভিড টিকা নেওয়ার ফারাক ১৪ দিন হতে হবে।

৬) যাদের রক্তক্ষরণ বা রক্তজমাট বাধার রোগ আছে তারা খুব সতর্কভাবে টিকা নিন।

৭) যে কোভিড রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে, তারা সুস্থ হয়ে ওঠার ৪-৮ সপ্তাহ পর টিকা নিতে পারবেন। এছাড়াও, যারা কোনও রোগে আক্রান্ত বা হাসপাতালে ভর্তি, তারা সুস্থ হওয়ার ৪-৮ সপ্তাহ বাদে টিকা নিতে পারবেন।

আরও পড়ুন : কোভিড ভ্যাকসিন নেওয়ার আগে জেনে নিন টিকা সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়া

যেকোনও একটি সংস্থারই টিকা নেওয়া যাবে অর্থাৎ টিকার প্রথম ডোজ যে সংস্থার হবে, দ্বিতীয় ডোজটিও ওই সংস্থারই নিতে হবে। ভ্যাকসিনগুলি +2°C to +8°C এই তাপমাত্রার মধ্যে রাখতে হবে। আলোর থেকে দূরে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভ্যাকসিন জমে গেলে সেটি বাতিল করা হবে।

English summary

Covid-19 vaccination drive : These people should not get vaccinated, as per govt guidelines

The central government has prepared a list of those who will not be given the vaccine during this programme, keeping in mind certain contraindications. Take a look.
Story first published: Saturday, January 16, 2021, 18:38 [IST]
X
Desktop Bottom Promotion