For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্লাস্টিকের কারণে বাড়ছে ফ্যাটি লিভার রোগের প্রকোপ!

বাচ্চাদের জন্যে ব্যবহৃত প্লাস্টিকের জিনিস, যেমন দুধের বোতল ও নিত্যদিনের নানা সামগ্রীতে উপস্থিত প্লাস্টিক বেশ ক্ষতিকারক।

By Lekhaka
|

বাচ্চাদের জন্যে ব্যবহৃত প্লাস্টিকের জিনিস, যেমন দুধের বোতল ও নিত্যদিনের নানা সামগ্রীতে উপস্থিত প্লাস্টিক বেশ ক্ষতিকারক। একাধিক গবেষণায় দেখা গেছে এই ধরনের প্লাস্টিকের কারণে পরবর্তীকালে তাদের লিভারে মেদ জমার সমস্যা দেখা দিতে পারে। ইঁদুরের ওপর এক গবেষণায় চলাকালীন গবেষকরা দেখেছেন বিসফেনল এ (বিপিএ), যা "এন্ডোক্রাইন ডিসরাপটিং কেমিকাল" নামে পরিচিত, তা লিভারের জিনের চরিত্র বদল করে তার পুনর্গঠন করে ফেলে। ফলে এর থেকে লিভারে মেদ জমার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে লিভারে জমতে থাকা বাড়তি মেদ লিভারের গায়ে ক্ষতের সৃষ্টি করে। এখানেই শেষ নয়, বি বি এ নামক কেমিকালটি আমাদের জিনের গঠনকেই পরিবর্তন করে দেয়। ফলে যে জিনের কা করার ধরণ বদলে যায়। এর ফলেও শরীরের উপর কুপ্রভাব পরে।

chemical, exposure, fatty, liver, disease

আমেরিকার বেলর কলেজ অফ মেডিসিন এর মূল গবেষক লিন্ডসে ট্রেভিনো এই বিষয়ে জানান, "গবেষণায় দেখা গেছে যে এনএএফএলডির সমস্যা এপিজিনোমের গঠনমূলক পরিবর্তনের কারণে হয়ে থাকে এবং এই কারণে সারা জীবন ভুগতে হতে পারে। সেই সঙ্গে নানা ধরনের রোগের প্রকোপও বৃদ্ধি পায়।"

তিনি আর জানান,"এপিজিনোমের পরিবর্তনের পদ্ধতিটা যদি সঠিক ভাবে বোঝা যেত, তাহলে অনেক রকমের বায়োমার্কার আবিষ্কার করা যেত, যেগুলিকে কাজে লাগিয়ে অনেক মানুষকে রোগমুক্ত জীবন উপহার দেওয়া যেত।"

অর্ল্যান্ডোতে এন্ডোক্রাইন স্যোসাইটির ৯৯তম বার্ষিক সভা, এনডো ২০১৭-য় পরিবেশিত এই গবেষণাটি চলাকালীন গবেষকরা ইঁদুরের দন্ম নেওয়ার পর টানা পাঁচ দিন তাদের উপর হালকা মাত্রায় বিপিএ প্রয়োগ করেন। তাতে দেখা যায় যে সব ইঁদুরের উপর এই গবেষণা চলানো হয়নি, তাদের থেকে বিপিএ যুক্ত ইঁদুরদের লিভারের ধরন বদলে গেছে। এছাড়া বিপিএ যুক্ত ইঁদুরদের লিভারের ওজন অনেক বেশি এবং সার্বিক কোলেস্টারলের মাত্রাও বেশি।

ট্রেভিনোর মতে, "আমাদের পাওয়া এই তথ্য অন্য অনেক রোগেও কাজে লাগতে পারে। তার কারণ এই যে এন্ডোক্রিন জিসরার্টাররা পরিবেশে ছড়িয়ে আছে, যা প্রতি মুহূর্তে আমাদের উপর প্রভাব ফেলছে।"

তথ্য: আই এ এন এস

Read more about: লিভার রোগ
English summary

বাচ্চাদের জন্যে ব্যবহৃত প্লাস্টিকের জিনিস, যেমন দুধের বোতল ও নিত্যদিনের নানা সামগ্রীতে উপস্থিত প্লাস্টিক বেশ ক্ষতিকারক। এই ধরনের প্লাস্টিকের কারণে পরবর্তীকালে তাদের লিভারে মেদ জমার সমস্যা দেখা দিতে পারে।

Babies' exposure to common plastic compounds -- found in baby bottles and personal care products -- is likely to increase their risk of developing a fatty liver disease in adulthood, a study has showed.
Story first published: Saturday, July 22, 2017, 18:01 [IST]
X
Desktop Bottom Promotion