For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা সংক্রমণ রোধে জরুরি 'ডবল মাস্কিং', কীভাবে পরবেন? জানাল কেন্দ্র

|

দেশে মারণ ভাইরাসের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে। হাসপাতালে বেড নেই, অক্সিজেনের ঘাটতি, ফলে চারিদিকে শুধু হাহাকার। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য সর্বদা মাস্ক পরা, হাত ধোওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও সোশ্যাল ডিসট্যান্সিং-এর পরামর্শ দিচ্ছে। মানুষের এই ছোট ছোট পদক্ষেপগুলোই করোনার লাগামছাড়া সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারে।

Centre releases dos and don’ts for Double-masking amid COVID-19 second wave

করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলায় জোড়া মাস্ক পরার পরামর্শ চিকিত্‍সক ও বিশেষজ্ঞরা অনেকদিন আগেই দিয়েছিলেন। এবার কেন্দ্রও সেই বিষয়ে সহমত হল। বর্তমান পরিস্থিতির বিচারে স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ ডাবল মাস্কিং বা জোড়া মাস্ক-এর ব্যবহার। তবে ডাবল মাস্কিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। জোড়া মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কী করবেন ও কী করবেন না, সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আসুন দেখে নেওয়া যাক -

আরও পড়ুন : কাপড়ের মাস্ক না সার্জিক্যাল মাস্ক? করোনা থেকে বাঁচতে কোনটা বেশি নিরাপদ? জেনে নিন

ডবল মাস্ক পরার সময় কী করবেন

১) দুটি মাস্ক-এর মধ্যে একটিকে অবশ্যই সার্জিক্যাল মাস্ক হতে হবে, অপরটি দুই বা তিন লেয়ারের কাপড়ের মাস্ক হতে হবে।

২) মাস্ক যেন অবশ্যই নাকের উপরে শক্তভাবে চাপা থাকে। কোনওভাবেই যাতে কোথাও ফাঁক না থাকে। নাক এবং মুখ ভালো করে ঢাকা থাকবে।

৩) তবে খেয়াল রাখবেন, কোনওভাবেই যেন শ্বাস নিতে কষ্ট না হয়।

৪) প্রতিদিন ব্যবহারের পর কাপড়ের মাস্ক অবশ্যই ভালভাবে ধুয়ে দিন।

ডবল মাস্ক পরার সময় কী করবেন না

১) কখনোই একই টাইপের দু'টি মাস্ক ব্যবহার করবেন না, যেমন - দু'টি সার্জিকাল বা দু'টি কাপড়ের মাস্ক।

২) পরপর দু'দিন একই মাস্ক ব্যবহার করবেন না।

আরও পড়ুন : করোনা আটকাতে জোড়া মাস্ক কি বেশি কার্যকরী? জানুন বিশেষজ্ঞের মত ও মাস্ক পরার সঠিক নিয়ম

English summary

Coronavirus : Centre releases dos and don’ts for Double-masking amid COVID-19 second wave

Double-masking amid COVID-19 second wave: Centre releases dos and don’ts. Read on.
X
Desktop Bottom Promotion