For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Black Fungus : এই মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে মুখের যত্ন নিন, কীভাবে? দেখে নিন টিপস

|

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। ব্ল্যাক ফাঙ্গাস সাধারণত কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি, যারা দীর্ঘসময় অক্সিজেন সাপোর্টে রয়েছেন, ডায়াবেটিস রোগী, এমন ব্যক্তিদের মধ্যে দেখা যাচ্ছে।

Black Fungus : Simple oral hygiene tips you must follow to prevent this fungal infection

চিকিৎসকদের মতে, কিছু সহজ ওরাল হাইজিন টিপস অনুসরণ করে চললে এই মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমতে পারে। কারণ বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ কেবলমাত্র মুখের ভেতর ও তার আশেপাশের অঙ্গগুলিতেই দেখা যায়। এই আর্টিকেলে কয়েকটি টিপস দেওয়া হল, যা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমাতে পারে।

ওরাল হাইজিন মেনটেন করুন

ওরাল হাইজিন মেনটেন করুন

কোভিড থেকে ঠিক হওয়ার পরে, স্টেরয়েড এবং অন্যান্য ওষুধ সেবনের ফলে রোগীর মুখে ব্যাকটিরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি হতে পারে। এর ফলে সাইনাস, ফুসফুস এবং মস্তিষ্কেও সমস্যার সৃষ্টি হয়। দিনে কমপক্ষে দুই-তিনবার ব্রাশ করে মুখের যত্ন নেওয়া, আপনাকে ব্যাকটিরিয়া নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে।

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কাদের? সংক্রমণ হলে কী করতে হবে? নয়া নির্দেশিকা প্রকাশ করল AIIMSব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কাদের? সংক্রমণ হলে কী করতে হবে? নয়া নির্দেশিকা প্রকাশ করল AIIMS

মুখ পরিষ্কার রাখুন

মুখ পরিষ্কার রাখুন

কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পরে ওরাল হেল্থের দিকে নজর দেওয়া উচিত, তাহলে রোগের খারাপ প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়। টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার পরে রোগীদের টুথব্রাশ বদলে ফেলার পরামর্শ দেওয়া হয় এবং নিয়মিত মুখ ধোওয়ার কথাও বলা হয়ে থাকে, যাতে পুরানো ব্রাশে থাকা ভাইরাস আবার আক্রমণ না করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস-সহ যেকোনও সংক্রমণ রোধ করতে নিয়মিত মুখ ধোওয়া ও পরিষ্কার রাখতে বলা হয়।

টুথব্রাশ এবং টাং ক্লিনার পরিষ্কার করতে ভুলবেন না

টুথব্রাশ এবং টাং ক্লিনার পরিষ্কার করতে ভুলবেন না

বিশেষজ্ঞদের মতে, কোনও কোভিড সংক্রামিত রোগী বা এর থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির ব্রাশ পরিবারের অন্য সদস্যদের ব্রাশের সাথে রাখা উচিত নয়। এতে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করে, ব্রাশ এবং টাং ক্লিনার ঘন ঘন পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন : white fungus : ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার হোয়াইট ফাঙ্গাসের হানা! কতটা ভয়ঙ্কর এই সংক্রমণ?

English summary

Black Fungus : Simple oral hygiene tips you must follow to prevent this fungal infection

Here are top three tips that can reduce your chances of getting black fungus. Read on.
X
Desktop Bottom Promotion