For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোভিড আতঙ্কের মাঝেই ব্ল্যাক ফাঙ্গাসের হানা, কী করা উচিত আর কী নয়, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

|

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। তার উপর নতুন করে থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। এটি একটি ফাঙ্গাল ইনফেকশন, যা অবহেলা করলে মারাত্মক বিপদ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই গুজরাত, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, দিল্লিতে বেশ কিছু করোনা রোগীর মধ্যে এই মারাত্মক সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। কোভিড আক্রান্তদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বেড়েই চলেছে। তাই, কোভিডের পাশাপাশি জনমানসে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে প্রবল ভয় কাজ করছে।

Govt shares dos and donts amid rise in Mucormycosis cases in Covid patients

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন 'ব্ল্যাক ফাঙ্গাস' নিয়ে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন। শরীরে 'মিউকরমাইকোসিস' ধরা পড়লে কী করা উচিত আর কী নয় এবং আগে থেকে কী কী সতর্কতা নিতে হবে, তা বিস্তারিত জানালেন তিনি।

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ

এর উপসর্গগুলি হল - চোখ লাল ও ব্যথা, নাকের চারপাশে ব্যথা ও লালচে ভাব, জ্বর, মাথা ব্যথা, কাশি, শ্বাস নিতে কষ্ট হওয়া, রক্তবমি, মানসিক অবস্থার পরিবর্তন। বিশেষ করে কোভিড রোগীদের ক্ষেত্রে নাক বন্ধ হওয়া।

কী করবেন

কী করবেন

১) হাইপারগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণে রাখুন।

২) যে রোগীরা কোভিড থেকে সেরে উঠেছেন এবং ডায়াবেটিস রোগীরাও রক্তে গ্লুকোজ লেভেল পর্যবেক্ষণ করুন।

৩) পরিমিত স্টেরয়েড ব্যবহার করুন।

৪) অক্সিজেন থেরাপির সময় হিউমিডিফায়ার-এর জন্য পরিষ্কার, জীবাণুমুক্ত জল ব্যবহার করুন।

৫) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ নিন।

কী করবেন না

কী করবেন না

১) কোনও ধরনের উপসর্গ দেখা গেলে তা এড়িয়ে যাবেন না।

২) নাক বন্ধ হলেই ভাববেন না সাইনাসের সমস্যা। বিশেষত, কোভিড রোগীদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেশি।

৩) আপনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা তা জানতে, পরীক্ষা করাতে ভয় পাবেন না।

৪) মিউকরমাইকোসিস ধরা পড়লে, তার চিকিৎসা শুরু করতে বিন্দুমাত্র দেরি করবেন না।

কোভিডের মাঝে ছড়াচ্ছে 'ব্ল্যাক ফাঙ্গাস' সংক্রমণ, কী এই রোগ? জেনে নিন বিস্তারিতকোভিডের মাঝে ছড়াচ্ছে 'ব্ল্যাক ফাঙ্গাস' সংক্রমণ, কী এই রোগ? জেনে নিন বিস্তারিত

English summary

Black Fungus : Govt shares do's and don'ts amid rise in Mucormycosis cases in Covid patients

Union Health Minister Harsh Vardhan has advised people on the early detection and management of the black fungal infection that has been reported in a number of Covid-19 patients.
X
Desktop Bottom Promotion