For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) নিয়মিত মাথা ব্যথায় কাবু? মুক্তি পেতে ডায়েট রাখুন এই খাবার

By Oneindia Bengali Digital Desk
|

মাথা যন্ত্রণা শরীর ও মন দুটোতেই ভীষণভাবে প্রভাব ফেলে। যখন আপনি মাথা ব্যথার কবলে পড়েন তখন গোটা দুনিয়াই অসহ্য হয়ে ওঠে। কোনও কিছু করতে মন সায় দেয় না। শরীর-মন দুটোই ক্লান্ত লাগে।

মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে তোলে এই জিনিসগুলি

মাথা যন্ত্রণা বহুগুণ বাড়িয়ে দেয় এই খাবারগুলি

প্রত্যেকেরই কম-বেশি মাথা ব্যথার সমস্যা হয়ে থাকে। যারা নিত্য এই সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব অনুধাবন করা সহজ। কারণ মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মাথা বা মস্তিষ্ক। এটিই গোটা শরীরকে চালনা করে। তাই এই অংশকে সুস্থ রাখা সবচেয়ে আগে প্রয়োজনীয়।

কী কী কারণে মাথা যন্ত্রণা হতে পারে? জেনে নিন এখানে

বেশিরভাগ সময়ই মাথাব্যথা হলে ওষুধ খেয়ে আমরা তা সারানোর চেষ্টা করি। তবে সবসময় যে তাতে কাজ দেয় তা একেবারেই না। কারণ মাথায় ধরার নানা কারণ থাকতে পারে। তাই না জেনে ওষুধ খেলে কোনওভাবেই রেহাই পাওয়ার উপায় থাকে না।

সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ দাওয়াই

নিয়মিত মাথা ধরার সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে তা ছাড়াও এই খাবারগুলিকে নিজের ডায়েট চার্টে রাখতে পারেন। তাহলে মাথা ব্যথার সমস্যায় রেহাই মিলতে পারে। নিচের স্লাইডে জেনে নিন কি কি রয়েছে সেই তালিকায়।

পালংশাক

পালংশাক

পালংশাকে হাজারো উপকারিতা রয়েছে। মাইগ্রেনের সমস্যা থাকলে তাতে এটি দারুণ কাজে দেয়। মাথা ব্যথা হলে গরম পালং স্যুপ ভালো উপকার দিতে পারে।

লো ফ্যাট দুধ

লো ফ্যাট দুধ

নিত্য মাথা ব্যথা হলে চেষ্টা করবেন শুধু লো ফ্যাট দুধ খেতে। যদি ডিহাইড্রেশনের সমস্যার কারণে মাথা ব্যথা হয়, তাহলে এটি দারুণ কাজ দেবে। এতে থাকা ক্যালশিয়াম ও পটাশিয়াম আপনাকে সুস্থ রাখবে।

কফি

কফি

মাইগ্রেন বা ঠান্ডা লেগে মাথা ধরলে কফি দারুণ কাজে দেয়। তবে অবশ্যই বেশি পরিমাণে খাবেন না। এছাড়া রক্তে থাকা হিস্টামিন, যার কারণে মাথা ব্যথা হয়, সেটিকেও নিয়ন্ত্রণ করতে পারে কফি।

মাছ

মাছ

তৈলযুক্ত মাছ খেলে এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি৬ ও বি১২ মাথা ব্যথা কমাতে সাহায্য করে।

তরমুজ

তরমুজ

তরমুজের মতো ফল শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচায়। এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম মাথা ব্যথাকে দূরে সরিয়ে দেয়।

কলা

কলা

কলাও মাথা ব্যথা কমাতে দারুণ কার্যকর। এতেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। এছাড়া কলা খেলে তৎক্ষণাৎ শরীর এনার্জিতে ভরে ওঠে।

English summary

Best Foods To Reduce Headache

Best Foods To Reduce Headache
Story first published: Saturday, June 11, 2016, 14:12 [IST]
X
Desktop Bottom Promotion