For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) 'বিশ্ব অ্যালজেইমার দিবস'-এ জানুন এই ভয়াবহ রোগ সম্পর্কে

|

২১ সেপ্টেম্বর তারিখটিকে 'বিশ্ব অ্যালজেইমার দিবস' হিসাবে পালন করা হয়। বিশ্ব জুড়ে এই কঠিন রোগ সম্পর্কে জন সচেতনতা বাড়াতে গোটা মাস ধরেই নানা প্রচার চলে। [এই খাবারগুলি খেলেই ঘুম পায়]

এই রোগের সবচেয়ে বড় কারণ হল বয়স, পারিবারিক ইতিহাস ও হেরিডিটি। এছাড়াও নানা কারণে এই রোগ হতে পারে। জীবনযাত্রা অন্যতম বড় ফ্যাক্টর হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরাই। [ঘনঘন হাই তোলার পিছনে লুকিয়ে গভীর বিপদ!]

এখনও পর্যন্ত এই রোগের কোনও প্রতিকার বের করে উঠতে পারেননি বিজ্ঞানীরা। ওষুধ দিয়ে এই রোগকে কিছুদিন ঠেকিয়ে রাখা গেলেও পুরোপুরিভাবে তা সারানো যায় না। এই রোগে ধীরে ধীরে মস্তিষ্ক নিজের ক্ষমতা হারিয়ে ফেলে ও আক্রান্ত ব্যক্তি পাগল পাগল হয়ে যায়। [জেনে নিন কেন ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন আপনি?]

নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন অ্যালজেইমার সম্পর্কে ভয়াবহ কয়েকটি তথ্য। ['শর্ট টাইম মেমোরি লস' এর মুখ্য কারণ]

স্মৃতিভ্রম

স্মৃতিভ্রম

কিছুক্ষণ আগে দেখা জিনিসও মনে করতে পারেন না এতে আক্রান্তরা। বহু ঘটনার কথা এমনকী তার সাল, তারিখও মনে করতে পারেন না আক্রান্তরা।

সমস্যা সমাধানে অকর্মণ্যতা

সমস্যা সমাধানে অকর্মণ্যতা

নানা কাজ করতে গিয়ে গুলিয়ে ফেলা, সংখ্যা নিয়ে ঘেঁটে যাওয়া, নিজের মনেই দ্বন্দ্ব তৈরি হওয়া এর অন্যতম প্রধান লক্ষণ।

স্থান ও কাল নিয়ে সমস্যা

স্থান ও কাল নিয়ে সমস্যা

অ্যালজেইমারে আক্রান্তরা অনেক সময়ে ভুলে যান তারা কোথায় রয়েছেন এবং দিনের কোন সময় এটা।

কথা বলাতে অসুবিধা

কথা বলাতে অসুবিধা

অ্যালজেইমারের লক্ষণ রয়েছে এমন ব্যক্তি কথা বলার সময়ে ভুলে যান কি নিয়ে তিনি কথা বলছেন। ফলে বেশিরভাগ সময়ই একই কথা বারবার বলতে থাকেন।

রোগ সম্পর্কে না জানা

রোগ সম্পর্কে না জানা

এটি এমন একটি রোগ যা সম্পর্কে সিংহভাগ মানুষেরই কোনও ধারণা থাকে না। যার ফলে আগাম বোঝার কোনও উপায় থাকে না।

মহিলারা আক্রান্ত হন বেশি

মহিলারা আক্রান্ত হন বেশি

সমীক্ষায় দেখা গিয়েছে, অ্যালজেইমার রোগে মহিলাদের আক্রান্ত হওয়ার হার অনেক বেশি।

কম বয়সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

কম বয়সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

যৌবনে অর্থাৎ ত্রিশ বছরের কোটায় পৌঁছে গেলেই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে তা ডালপালা মেলতে প্রায় অনেকবছর সময় লাগে।

রোগের কোনও প্রতিকার নেই

রোগের কোনও প্রতিকার নেই

চিকিৎসকেরা জানিয়েছেন, এখনও পর্যন্ত এই রোগের কোনও প্রতিকার বের করে ওঠা সম্ভব হয়নি। ওষুধ দিয়ে এই রোগকে কিছুদিন ঠেকিয়ে রাখা গেলেও পুরোপুরিভাবে তা সারানো যায় না।

মারণ রোগ অ্যালজেইমার

মারণ রোগ অ্যালজেইমার

বিশেষজ্ঞদের মতে, ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের মারা যাওয়ার অন্যতম প্রধান কারণ অ্যালজেইমার।

English summary

Scary Facts About Alzheimer's

Scary Facts About Alzheimer's
Story first published: Monday, September 21, 2015, 14:06 [IST]
X
Desktop Bottom Promotion