For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন কীভাবে পা দেখে মারণ রোগ চিনবেন

|

বেশিরভাগ সময়ই বড় বড় রোগে ভোগার আগে আমাদের শরীর নানাভাবে তা আগে থেকে আমাদের জানিয়ে দেয়। তবে দুঃখের কথা বহু রোগের আগে হওয়া নানা উপসর্গই আমাদের চোখে অধরা থেকে যায়। ['মুড অফ'? জেনে নিন কি কি এড়িয়ে চলবেন এইসময়ে]

অনেকেই জানেন না, আমাদের পা কিন্তু অনেক আগে থেকে শরীরে বাসা বাঁধা বা বাঁধতে চলা বড় বড় রোগের কথা জানান দিতে থাকে। [জেনে নিন স্মৃতিভ্রম ও হার্টের অসুখ সারাবেন কী খাবার খেয়ে]

পা দেখে সার্বিকভাবে শরীরের নানা অসুখের কথা জানা যায়। শরীরের অন্য অঙ্গের চেয়ে পা বহু রোগকে আগে থেকে আমাদের সামনে তুলে ধরে। নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন বড় রোগকে সহজে ধরিয়ে দিতে পারে পা। [বয়স ধরে রাখতে চান? এই খাবারগুলি রাখুন রোজকার ডায়েটে]

রুক্ষ ও ফেটে যাওয়া পা

রুক্ষ ও ফেটে যাওয়া পা

অনেকেরই পা ফাটার সমস্যা থাকে। তবে এই ফাটা পায়ের সমস্যা হয় থাইরয়েডের সমস্যা থাকলে। মেয়েদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা বেশি করে দেখা যায়।

না শুকোনো ঘা

না শুকোনো ঘা

অনেকেরই দুর্ঘটনার ফলে শরীরের নানা জায়গা কেটে যায়। এছাড়া ঘায়ের ফলেও নানা জায়গা দিয়ে রক্ত পড়তে পারে। সময়ে ঘা না শুকোনো ডায়বেটিসের লক্ষণ। এই রোগ শরীরে বাসা বাঁধলে বিশেষ করে পায়ের দিকে কোথাও কেটে গেলে তা সারতে চায় না। কারণ ডায়বেটিসে আক্রান্ত ব্যক্তির পায়ে রক্ত সঞ্চালন স্বাভাবিকের চেয়ে কম হয়।

গোড়ালিতে ব্যথা

গোড়ালিতে ব্যথা

শরীরে ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে পায়ের গোড়ালিতে খুব ব্যথা হয়। পাঁঠার মাংস, মাছ ও অ্যালকোহল বেশি পরিমাণে খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় যার খবর দেয় পায়ের গোড়ালি।

আঙুলের নিচে লাল ছোপ

আঙুলের নিচে লাল ছোপ

পায়ের আঙুলের নিচের দিকে লাল ছোপ বা দাগ 'হার্ট ইনফেকশন' এর ইঙ্গিত দেয়। রক্তনালী ফেটে গেলে পায়ের আঙুলের পাশ দিয়ে রক্ত জমতে তাকে।

যেসকল মানুষেরা কেমোথেরাপি নেন বা যাদের এইচআইভি বা ডায়বেটিস রয়েছে, তাদের এই ধরনের সমস্যা বেশি দেখা যায়।

আঙুল বেঁকে যাওয়া

আঙুল বেঁকে যাওয়া

যখন পায়ের আঙুল একটার উপরে একটা উঠে যায়, তা ফুসফুসের ক্য়ানসারের ইঙ্গিতবাহী। এছাড়াও পায়ের আঙুল বেঁকে যাওয়া বা একটার উপরে একটা উঠে যাওয়া ফুসফুসের সংক্রমণ, হার্টের সমস্যা ইত্যাদিকে ইঙ্গিত করে।

English summary

5 Signs Of Diseases Revealed By Feet

5 Signs Of Diseases Revealed By Feet
Story first published: Thursday, August 6, 2015, 19:10 [IST]
X
Desktop Bottom Promotion