For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গোড়ালি ফাটছে? সহজ সমাধান হাতের কাছে

ঘরোয়া কিছু জিনিস আর কিছু পদ্ধতি— ব্যস হয়ে গেল পায়ের যত্ন। দেখে নেওয়া যাক সেগুলো।

|

শীতের সময় তো বটেই বছরের অন্য সময়ও অনেকের পা ফাটে। পা না ফাটলেও গোড়ালির ত্বক শুষ্ক হয়ে যায়। এর পিছনে রয়েছে সচেতন ভাবে পায়ের ত্বকের যত্নের অভাব। এই অভাব অবস্য খুব সহজেই দূর করা যায়। ঘরোয়া কিছু জিনিস আর কিছু পদ্ধতি- ব্যস হয়ে গেল পায়ের যত্ন। দেখে নেওয়া যাক সেগুলো।

১। মধু

১। মধু

পায়ের ত্বকের যত্ন নেওয়ার জন্য মধুর কোনও বিকল্প নেই। এক বালতি হালকা গরম জলে এক কাপ মধু মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ দিয়ে পায়ের চেটোর মাসাজ করুন। ২০ মিনিট ধরে এই মাসাজ করতে পারলে ভালো হয়। তারপর পা-ঘষার পাথর দিয়ে শক্ত চামড়া ঘষে পরিষ্কার করে দিন। মোটা ময়শ্চারাইজার অবশ্যই লাগান এরপর।

৩। অ্যালো ভেরা জেল

৩। অ্যালো ভেরা জেল

অ্যালো ভেরায় বিটামিন এ, সি এবং ই থাকে। এই কারণে ত্বকের জন্য অ্যালো ভেরার জেল খুবই কার্যকরী। হালকা গরম জলে পা ধুয়ে, পা-ঘষার পাথর দিয়ে গোড়ালি ঘষে পরিষ্কার করে নিন। তারপর মোটা করে এই জেল লাগান পায়ের তলায়। এরপর মোজা পরে নিয়ে শুতে যান। সকালে উঠে হালকা গরম পা ধুয়ে নিন।

৪। ভ্যাসলিন আর লেবুর রস

৪। ভ্যাসলিন আর লেবুর রস

পায়ের ত্বক ফেটে যাওয়া বা শুকিয়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ আর্দ্রতার অভাব। এই অভাব দূর করার সহজ রাস্তা ভ্যাসলিন আর লেবুর রসের মিশ্রন। গরম জলে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। তারপর শুকিয়ে নিন। এরপর এক চামচ ভ্যাসলিনে তিন-চার ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। গোড়ালি আর পায়ের ফাটা জায়গায় সেই মিশ্রণ লাগান। তারপর মোজা পরে নিয়ে রাতে শুতে যান। সকালে হালকা গরম জলে পা ধুয়ে ফেলুন।

৫। বেকিং সোডা

৫। বেকিং সোডা

পায়ের দুর্গন্ধের অব্যর্থ দাওয়াই বেকিং সোডা। হালকা গরম জলে তিন চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সেই মিশ্রণে পা ডুবিয়ে বসে থাকুন। ১৫ মিনিট বসে থাকলে পায়ের ত্বক অনেক নমনীয় হবে। এরপর জল থেকে পা তুলে পা-ঘষার পাথর দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কার তোয়ালে দিয়ে পা মুছে শুকিয়ে ঘুমাতে যান।

৬। ভেজেটেবল অয়েল

৬। ভেজেটেবল অয়েল

অ্যালো ভেরার মতোই এই তেলেও থাকে ভিটামিন এ, ই, ডি। এই তেল দিয়ে রান্না তো করেন। এবার পায়েও মাখিয়ে নিন এই তেল। তারপর মোজা পরে ঘুমাতে যান। সকালে উঠে হালকা গরম জলে পা ধুয়ে নিন।

৭। কলার ক্রিম

৭। কলার ক্রিম

পাকা কলাতেও থাকে ভিটামিন এ, বি কমপ্লেক্স। দুটো পাকা কলা চটকে একটা পেস্ট বানান। মনে রাখবেন কলা যেন পাকা হয়। না হলে তাতে অ্যাসিড থাকে। সেই অ্যাসিড ত্বকের ক্ষতি করতে পারে। পাকা কলার পেস্ট পায়ের তলায় ভালো করে মাখিয়ে নিন। তারপর ২০ মিনিট রেখে দিয়ে, হালকা গরম জলে ভালো করে ধুয়ে নিন। রোজই এই প্রক্রিয়া চালাতে পারেন।

English summary

you need these products for happy feet

Lengthy walking distances, outdoor activities, sports and a culture of dancing are part of the everyday for many, that's why you need a healthy and happy feet.
X
Desktop Bottom Promotion