For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? জানুন এর কারণ ও সাদা চুল রোধ করার উপায়

|

উচ্ছৃঙ্খল জীবনযাত্রা এবং খাওয়াদাওয়ার কারণে, বর্তমান সময়ে অল্প বয়সেই অনেকের চুল সাদা হয়ে যাচ্ছে। এছাড়া, অত্যধিক বায়ুদূষণ ও স্ট্রেসও এর জন্য দায়ী। বয়সের সাথে সাথে চুল সাদা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু অসময়ে চুলে পাক ধরা বেশ চিন্তার বিষয়। এর অর্থ হল, আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির অভাব রয়েছে। আবার জিনগত কারণেও অল্প বয়সে চুল পাকতে পারে।

White hair : Causes and ways to prevent it

তাহলে আসুন জেনে নেওয়া যাক, কেন অল্প বয়সে চুল সাদা হয়ে যায় এবং এর থেকে বাঁচার উপায়।

স্ট্রেস

স্ট্রেস

চুল পড়া এবং পাকা চুলের সবচেয়ে বড় কারণ হল স্ট্রেস। অত্যধিক মানসিক চাপ ও চিন্তার ফলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যেতে পারে। স্ট্রেসের সময় মস্তিষ্কে কর্টিসল (স্ট্রেস হরমোন) উৎপাদন হতে শুরু করে, যার কারণে চুল সাদা হতে শুরু করে।

চুল পড়া কমাতে চাইলে আজ থেকে এই খাবারগুলি খাওয়া বন্ধ করুন!চুল পড়া কমাতে চাইলে আজ থেকে এই খাবারগুলি খাওয়া বন্ধ করুন!

প্রোটিনের ঘাটতি

প্রোটিনের ঘাটতি

অল্প বয়সে, প্রোটিনের অভাবেও চুল সাদা হতে শুরু করে। তাই স্বাস্থ্যকর চুলের জন্য আপনার রোজকার ডায়েটে প্রোটিন অন্তর্ভুক্ত করুন।

ভিটামিন বি১২-এর ঘাটতি

ভিটামিন বি১২-এর ঘাটতি

শরীরে ভিটামিনের অভাবেও চুল সাদা হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন বি১২-এর অভাবের কারণে পাকা চুলের সমস্যা দেখা যায়। তাই মনের মতো চুল পেতে হেলদি ডায়েট ফলো করুন।

দূষণ এবং ধূমপান

দূষণ এবং ধূমপান

দূষণের কারণেও চুল খুব দ্রুত সাদা হয়ে যেতে পারে। এছাড়া, অত্যধিক ধূমপান করলেও চুল সাদা হতে পারে। তাই, ধূমপান ত্যাগ করুন।

অয়েলি চুল ও স্ক্যাল্প নিয়ে চিন্তিত? ঘরোয়া পদ্ধতিতেই হবে সমস্যার সমাধান!অয়েলি চুল ও স্ক্যাল্প নিয়ে চিন্তিত? ঘরোয়া পদ্ধতিতেই হবে সমস্যার সমাধান!

সাদা চুল রোধ করার উপায়

সাদা চুল রোধ করার উপায়

১) অল্প বয়সে পাকা চুল রোধ করতে, সর্বপ্রথমে আপনার অস্বাস্থ্যকর জীবনধারা পরিবর্তন করা উচিত। স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সাদা চুল কমানো যায়।

২) স্ট্রেস কমান। অতিরিক্ত চাপ নেওয়া পাকা চুলের কারণ।

৩) প্রতিদিন শ্যাম্পু করা থেকে বিরত থাকুন।

৪) ডায়েটে সবুজ শাকসবজি এবং ফলমূল অন্তর্ভুক্ত করুন।

৫) সপ্তাহে দু'দিন নারকেল তেল দিয়ে মাথার ত্বক ও চুল ম্যাসাজ করুন।

৬) চুলে অত্যধিক কেমিকেল জাতীয় পণ্যের ব্যবহার কমান।

English summary

White hair : Causes and ways to prevent it in Bengali

Here We Are Talking About Hair Care, What Causes For Gray Hair know How To Prevent It In Bengali. Read On.
X
Desktop Bottom Promotion