For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চুল স্ট্রেইট করবেন ভাবছেন? তার আগে জেনে নিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

|

স্ট্রেট চুল এর ভক্ত অনেকেই। জন্মসূত্রে টানটান সোজা চুল আর ক'জন মেয়ে পান! অনেকেই চুল স্থায়ী ভাবে স্ট্রেট করাতে পার্লারে ছোটেন। তাছাড়া, খুব সহজে স্ট্রেট চুল পাওয়ার উপায় হল স্ট্রেটনিং আয়রন ব্যবহার করা। তবে শুধু আয়রন করলে চুল সাময়িক স্ট্রেট হয়। একমাত্র কেমিক্যাল ট্রিটমেন্ট করালেই চুল পাকাপাকিভাবে সোজা হয়। তবে স্থায়ী ভাবে চুল স্ট্রেট করা হোক বা অস্থায়ী, সবেতেই চুলের বারোটা বাজে।

Side Effects Of Hair Straightening

আসুন জেনে নেওয়া যাক, চুল স্ট্রেট করালে কী কী ক্ষতি হতে পারে -

চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া

চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া

দীর্ঘ দিন ধরে নিয়মিত কার্লিং আয়রন, হেয়ার স্ট্রেটনার, ফ্ল্যাট আয়রন, হেয়ার ড্রায়ারের মতো হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করলে এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করালে চুলের ন্যাচারাল অয়েল নষ্ট হয় এবং চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়। এছাড়া, চুল পড়া, অকালে পেকে যাওয়া, গোড়া আলগা হওয়া, জট পড়া, ডগা ফেটে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে।

চুলের ডগা ফেটে যাওয়া

চুলের ডগা ফেটে যাওয়া

চুল স্ট্রেইট করালে চুল অতিরিক্ত শুষ্ক এবং দুর্বল হয়ে যায়। আর দুর্বল চুল মাঝখান থেকে ভাঙতে শুরু করলে স্প্লিট এন্ডস গঠিত হয়।

চুল নিস্তেজ হয়ে যায়

চুল নিস্তেজ হয়ে যায়

স্বাস্থ্যকর ও সুন্দর চুলের জন্য স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল এবং চুলের আর্দ্রতা থাকা অত্যন্ত প্রয়োজন। কিন্তু চুল স্ট্রেট করালে এই দু'টি উপাদানের অভাব দেখা দেয়, ফলে চুল নিস্তেজ, নিষ্প্রাণ এবং অনুজ্জ্বল দেখায়।

হিট দেওয়ার ফলে চুল রুক্ষ-শুষ্ক হয়ে গেছে? যত্ন নেবেন কীভাবে? দেখে নিনহিট দেওয়ার ফলে চুল রুক্ষ-শুষ্ক হয়ে গেছে? যত্ন নেবেন কীভাবে? দেখে নিন

অত্যধিক চুল ঝরা

অত্যধিক চুল ঝরা

চুলে নিয়মিত তাপ দিতে থাকলে চুলের পাশাপাশি চুলের ফলিকলেরও মারাত্মক ক্ষতি হয়। আর, চুল স্থায়ী ভাবে সোজা করতে যে রাসায়নিক ব্যবহার করা হয়, সেটি চুলের গোড়ার ক্ষতি করে, ফলে চুল ঝরা বৃদ্ধি পায়।

স্ক্যাল্পে চুলকানি

স্ক্যাল্পে চুলকানি

চুলের ফলিকলের ক্ষতি হলে স্ক্যাল্পে প্রাকৃতিক তেলের কম উৎপাদন হয়। ফলে স্ক্যাল্প রুক্ষ-শুষ্ক হয়ে যায়, চামড়া উঠতে থাকে এবং ক্রমাগত চুলকানি হতে থাকে।

চুলের বৃদ্ধি হয় না

চুলের বৃদ্ধি হয় না

ঘন ঘন হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করলে চুলের কিউটিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে চুলের বৃদ্ধি ধীর হয়ে যায়।

English summary

What Are The Side Effects Of Hair Straightening?

Before you go for a hair straightening service, take a look at this list of adverse effects. Read on.
Story first published: Friday, August 12, 2022, 18:18 [IST]
X
Desktop Bottom Promotion