For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্বাভাবিক উপায়ে চুলের রং তুলুন এই উপায়ে

|

পুজো আসছে। এই সময়ে অনেকেই একটু অন্যরকম করে সেজে উঠতে চান। ফেসিয়াল করা, চুলে রং করা এখন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং পুজোর সময়ে তা আরও বেশি লোক করে থাকেন। [কমবয়সেই চুল ওঠার সমস্যায় ভুগছেন? জেনে নিন আসল কারণ]

পুজো চলে গেলেও অনেকের মাথার রং যায় না। যত দিন যেতে থাকে ততই আসল রং চলে গিয়ে ফ্যাকাশে হয়ে ওঠে মাথার চুল। যা নিয়ে অনেকেই অস্বস্তিতে পড়েন এবং তা ঢাকতে ফের চুলে রং করেন। [জেনে নিন নিজের চুল নিয়ে অজানা নানা তথ্য]

ফলে একবার রং করলে আসল চুলের রং ফিরে পাওয়া মুশকিল হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা এর সমাধান বের করেছেন। তাঁরা জানিয়েছেন এমন কয়েকটি ঘরোয়া পদ্ধতির কথা যা রং করা চুলে মাখলে ধীরে ধীরে তা উঠে গিয়ে স্বাভাবিক রং ফিরে পেতে পারেন। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, কি কি মাখলে চুলের রং তুলতে পারবেন আপনি। [সুন্দর চুল পেতে এই খাবারগুলি থাকুক ডায়েট চার্টে]

অলিভ অয়েল

অলিভ অয়েল

গরম অলিভ অয়েল চুলে মেখে ঘণ্টাখানেক রেখে তা জলে ঢুয়ে ফেলুন। এতে শুধু রং ধুয়ে যাবে না, চুলের স্বাস্থ্যও মজবুত হবে।

বেকিং সোডা

বেকিং সোডা

বেকিং সোডা প্রাকৃতিকভাবে ব্লিচিংয়ের কাজ করে। হার্বাল শ্যাম্পুতে সামান্য বেকিং সোডা মিশিয়ে চুলে মাখুন। কয়েক মিনিট পরে ধুয়ে ফেলুন।

লেবুর রস

লেবুর রস

লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা চুলের রংকে হালকা করে তোলে। ভেজা চুলে লেবুর রস মেখে কিছুক্ষণ পরে শ্যাম্পু করে নিন।

অ্যামন্ড অয়েল

অ্যামন্ড অয়েল

চুলের জন্য অ্যামন্ড তেল খুব উপকারী। এটি গরম করে চুলে লাগান। কয়েক মিনিট পরে ধুয়ে ফেলুন।

সূর্যের আলো

সূর্যের আলো

সূর্যের আলোয় চুল শুকোলে রং পাতলা হয়ে আসে। চুলের রং ওঠাতে এটি ভালো কাজ করে।

নারকেল তেল

নারকেল তেল

চুলের রং তুলতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এটিকেও গরম করে চুলে লাগিয়ে খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন। হাতেনাতে ফল পাবেন।

English summary

Ways To Remove Hair Colour Naturally

Ways To Remove Hair Colour Naturally
Story first published: Thursday, September 10, 2015, 17:03 [IST]
X
Desktop Bottom Promotion