For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) অ্যালার্জির হাত থেকে বাঁচার উপায়

By Oneindia Bengali Digital Desk
|

যখনই শরীরের কোথাও চুলকানি অনুভূত হয় বা অ্যালার্জির শিকার হই, আমরা সেই জায়গাটি চুলকাতে থাকি। অনেক সময়ে চুলকে রক্ত বের করে তবে ক্ষান্ত হই। [তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করুন এই স্বাভাবিক টোনার]

এভাবেই অ্যালার্জির কারণে বিপদে পড়ি আমরা। নানা কারণে অ্যালার্জির সমস্য়া হতে পারে ত্বকে। পোকামাকড়ের কামড় হোক অথবা কোনও ওষুধের অ্যালার্জিক প্রতিক্রিয়ায়। [সুন্দর ত্বক পেতে মাথায় রাখুন এই টিপস]

তবে যেভাবেই হোক না কেন অ্যালার্জি হলে ফল ভুগতে হয় আমাদেরই। আর এর থেকে বাঁচতে গেলে কয়েকটি ঘরোয়া পদ্ধতির উপরে ভরস করা যেতে পারে। [এই ১০ অদ্ভুত 'বিউটি ট্রিটমেন্ট' নাম শুনলে শিউরে উঠবেন!]

নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন ঘরোয়া টোটকা ব্যবহার করে খুব সহজেই অ্যালার্জির হাতস থেকে মুক্তি পেতে পারবেন। [ছুলি থেকে মুক্তি পান এই ঘরোয়া টোটকায়]

অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করলে অ্যালার্জির ফলে হওয়া চুলকানি ও লাল ছোপ কমে যাবে। এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড সংক্রমণকেও দূর করতে বিশেষ সাহায্য করে।

অ্যালো ভেরা

অ্যালো ভেরা

যেকোনও ধরনের ত্বকের সমস্যায় অ্যালো ভেরা দারুণ উপকারী। অ্যালার্জির ক্ষেত্রেও এটি মেখে উপকার পাবেন।

অলিভ অয়েল

অলিভ অয়েল

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিন ই যা ত্বককে স্বাভাবিক উপায়ে ফিরিয়ে আনতে বিশেষ সাহায্য করে। আক্রান্ত ত্বকে অলিভ অয়েল ও মধু মিশিয়ে মেখে ম্যাসাজ করুন। উপকার পাবেন।

ওটমিল

ওটমিল

জলে ওটমিল গুলে অ্যালার্জির জায়গায় লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

পেট্রোলিয়াম জেলি

পেট্রোলিয়াম জেলি

শরীরের কোনও অংশের ত্বক শুকিয়ে গিয়ে অনেক সময় চুলকায়। তেমন হলে পেট্রোলিয়াম জেলি মেখে ত্বককে ময়শ্চরাইজড করুন।

English summary

Ways To Fight Your Skin Allergy

Ways To Fight Your Skin Allergy
Story first published: Wednesday, February 10, 2016, 10:25 [IST]
X
Desktop Bottom Promotion